ডি ককের সেঞ্চুরির পর দু্ইশ ছাড়ালো দক্ষিণ আফ্রিকা

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ৩৭ ওভারে ২০৮/৩ (হাইনরিখ ক্লাসেন ২৪*, ডি কক ১০৬*; হেন্ড্রিকস ১২, ফন ডার ডুসেন ১, এইডেন মারক্রাম ৬০)

এই বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আছেন ওপেনার কুইন্টন ডি কক। বাংলাদেশের বিপক্ষে দ্রুত ২ উইকেট পতনের পর তার ব্যাটেই স্কোরবোর্ডের চেহারা দ্রুত বদলেছে। মারক্রাম ছিলেন ধীরস্থির। কিন্তু কুইন্টন ডি কক আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েছেন। মারক্রামের আউটের পর তিনি তুলে নিয়েছেন টুর্নামেন্টের তৃতীয় সেঞ্চুরি। প্রোটিয়া ওপেনার ১০১ বলে দেখা পেয়েছেন ম্যাজিক ফিগারের। তাতে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরি পাওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান তিনি।  

১৩১ রানের জুটি ভাঙলেন সাকিব

৩৬ রানে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের ম্যাচে ফেরাতে ভূমিকা রাখে কুইন্টন ডি কক ও ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামের জুটি। এই জুটিতে তারা শুরুর চাপটা কাটিয়ে গড়ে দেয় দারুণ ভিত। ডি কক আগ্রাসী থাকলেও ধীর স্থিরভাবে খেলেছেন মারক্রাম। ১৩১ রান যোগ করা জুটিটি ভাঙে এইডেন মারক্রামের বিদায়ে। ততক্ষণে অবশ্য স্কোর ১৬৭ হয়ে গেছে। ৩০.৪ ওভারে জুটি ভেঙেছেন অধিনায়ক সাকিব। মারক্রাম সাকিবকে উঠিয়ে মারতে গিয়ে ৬০ বলে ক্যাচ আউট হয়েছেন। প্রোটিয়া ব্যাটারের ৬৯ বলের ইনিংসে ছিল ৭টি চার। 

ডি কক-মারক্রামের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

প্রোটিয়ারা ৩৬ রানে দ্রুত ২ উইকেট হারালেও কুইন্টন ডি কক-এইডেন মারক্রামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৭ বলে ৩১তম ফিফটি তুলে নিয়েছেন ডি কক।তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামও। তিনিও ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন। মারক্রাম ফিফটি পেয়েছেন ৫৭ বলে। এই জুটি আবার শতরান ছাড়িয়েছে। তাতে রানরেটও পায় বাড়তি গতি। শুরুর ক্ষতিটা পুষিয়েও নিয়েছে তারা।     

পাওয়ার প্লেতেই চাপে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে চারটি ম্যাচে এমন দশা ছিল না দক্ষিণ আফ্রিকার। কোনও ম্যাচেই পাওয়ার প্লেতে একাধিক উইকেট হারানোর নজির ছিল না। কিন্তু বাংলাদেশের বিপক্ষে এসে সেই ধারা ভঙ্গ হয়েছে। হারিয়েছে দুই উইকেট, রান এসেছে ৪৪।  

মিরাজের আঘাতে পড়লো প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট

শুরুতে স্পিনার আনার কৌশল কাজে দিয়েছে বাংলাদেশের। শরিফুলের আঘাতে প্রথম উইকেট পতনের পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন অফস্পিনার মিরাজ। তাতে শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলার কৌশলে বাংলাদেশ সফল হয়েছে। নতুন নামা রাসি ফর ডার ডুসেনকে এলবিডাব্লিউতে ফিরিয়েছেন মিরাজ। ফেরার আগে ১ রান করেছেন প্রোটিয়া ব্যাটার।    

ব্রেক থ্রু এনে দেওয়ার পর শরিফুলের উদযাপন। সেই হেন্ড্রিকসকে ফেরালেন শরিফুল

দ্বিতীয় ওভারে শূন্য রানেই ওপেনার রিজা হেন্ড্রিকসকে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন মিরাজ। কিন্তু তানজিদ সেটি লুফে নিতে পারেননি। তাহলে শূন্য রানেই তাকে আউট করা যেত। তার পর হাত খুলবার আগেই সপ্তম ওভারে এসে দারুণ ডেলিভারিতে তাকে বোল্ড করেছেন পেসার শরিফুল। তাতে ৩৩ রানে প্রথম উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। হেন্ড্রিকস ফেরার আগে ১২ রান করেছেন।  

দ্বিতীয় ওভারে হেন্ড্রিকসকে জীবন দিলেন তানজিদ

প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান বল করলেও প্রোটিয়াদের বিপদে ফেলতে দ্বিতীয় ওভারেই স্পিনার আনেন সাকিব। তাতে সুযোগও তৈরি করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ১.৫ ওভারে রিজা হেন্ড্রিকস কাট করতে গেলে স্লিপে ক্যাচ উঠেছিল তার। দুর্ভাগ্য তানজিদ তামিম সেটি হাতে জমাতেই পারলেন না। রিজা তখন রানের খাতাই খুলেননি। 

টস হেরেছে বাংলাদেশ

বিশ্বকাপের টানা তিন ম্যাচ হেরে ভীষণ অস্বস্তির মধ্যে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে তারা আজ এমন এক দলের মুখোমুখি যারা অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্সে আলোচিত হয়ে আছে। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়তো নিয়মিত দেখা হয় না। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের জয়ের পাল্লাই ভারি। গত বিশ্বকাপেও তাদের বিপক্ষে স্মরণীয় জয় ছিল লাল-সবুজদের। আজও একই পুনরাবৃত্তির আশায় বাংলাদেশ মাঠে নেমেছে। তবে শুরুতে গুরুত্বপূর্ণ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।  

টসের মুহূর্তের ছবি। সাকিব ফিরলেও খেলা হচ্ছে না বাভুমার

প্রত্যাশিতভাবে অধিনায়ক সাকিব আল হাসান সুস্থ হয়ে আজ টস করেছেন। দক্ষিণ আফ্রিকা অবশ্য আজও তাদের নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমাকে পাচ্ছে না। এখনও সুস্থ হয়ে উঠেননি তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, বাভুমা এখনও পেটের পীড়ায় ভুগছেন।   

মুম্বাইয়ের তীব্র গরম আর আর্দ্র কন্ডিশন হওয়ায় টসটাকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল। সাকিব নিজেও ম্যাচের আগে তেমনটা বলেছিলেন। কিন্তু টস জয়ের পর তিনি বলেছেন, ‘শুরুতে বল করতেও আমার আপত্তি ছিল না। যদি তাদের অল্পতে আটকে রাখতে পারি। তাহলে আশা করি আমরা সেটা তাড়া করতে পারবো। শুধু নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম অবশ্য বলেছেন, ইংল্যান্ড ম্যাচের মতো একই ধারায় খেলার চেষ্টা করবেন তারা। 

একাদশে কারা

সাকিব ফিরলেও আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। বামহাতি স্পিনার নাসুম আহমেদ একাদশে স্থান ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকা দলে আজ চোটের কারণে খেলা হচ্ছে লুঙ্গি এনগিদির। তার জায়গায় ঢুকেছেন লিজাড উইলিয়ামস। তার আজ বিশ্বকাপ-অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেন্ড্রিকস, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা।