World Cup 2023 How Can Pakistan Still Qualify For The Semi Finals After 3 Consecutive Losses

মুম্বই : ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান। বিশ্বকাপের (World Cup) মঞ্চে টানা তিন ম্যাচে হেরেছে পাকিস্তান (Pakistan)। হারের হ্যাটট্রিকের পর আপাতত ৫ ম্যাচের শেষে ঝুলিতে ৪ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার পাঁচ নম্বরে রয়েছে তারা। তবে বাবর আজম-শাহিদ শাহ আফ্রিদিদের দল যেভাবে ক্রমাগত ধাক্কা খাচ্ছে, তাতে আশঙ্কা তৈরি হয়েচে তাঁদের সেমিফাইনাল খেলা নিয়ে। ফর্ম-ছন্দের বিচারে পাক শিবির কার্যত ধুঁকছে। এর মাঝেই তাদের সামনে রয়েছে বেশ কয়েকটি কঠিন ম্যাচও। তাই পরিস্থিতি কোনদিকে এগোবে, সবার নজর রয়েছে সেদিকেই। 

এই অবস্থায় অঙ্কের হিসেবে অবশ্য এখনও শেষ চারের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তানের হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। সোজা হিসেব জানাচ্ছে, সবকটি ম্যাচে জিতলে পয়েন্টের ভিত্তিতে প্রথম চার দলের মধ্যে থেকে শেষ চারে পৌঁছতে কোনও সমস্যা হবে না তাঁদের। যদিও সবকটি ম্যাচে না জিতলেও অবশ্য শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। গত বিশ্বকাপে ১১ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ভিত্তিতে এগিয়ে থেকে পাকিস্তানকে টেক্কা দিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। তাই শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ১০ পয়েন্ট নিয়েও শেষপর্যন্ত শেষ চার পাকা করে ফেলতেই পারে পাকিস্তান। তবে সেক্ষেত্রে হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে প্রবলভাবে ঘুরে দাঁড়াতে হবে পাক ব্রিগেডকে।

অঙ্কের বিচার কষলে এখনও কোনও দলই অবশ্য ছিটকে যায়নি সেমিফাইনালের অঙ্ক থেকে। তবে যে দৌড়ে ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বেশ খানিকটা এগিয়ে রয়েছে। চতুর্থ দেশ হিসেবে সেমির দৌড়ে এই মুহূর্তের বিচারে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই মুহূর্তে লিগ টেবিলের সবথেকে নিচে। তবে তাঁদের এখনই বাদ দেওয়া যায় না সেমির দৌড় থেকে। এদিকে, প্রথমে ইংল্যান্ড ও তারপর পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের দৌড় জারি রাখা আফগানিস্তান কোনও চমক দেয় কি না, সেদিকেও থাকবে নজর। 

একঝলকে বিশ্বকাপের গ্রুপ পর্বের পাকিস্তানের বাকি ম্যাচগুলি- দক্ষিণ আফ্রিকার বনাম পাকিস্তান ( চেন্নাই , ২৭ অক্টোবর), বাংলাদেশ বনাম পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর), নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ( ব্যাঙ্গালুরু, ৪ নভেম্বর), ইংল্যান্ড বনাম পাকিস্তান (কলকাতা, ১১ নভেম্বর)।                   

আরও পড়ুন- ‘সার্জিকাল স্ট্রাইক’ থেকে ‘বেইজ্জতি’ আফগানদের কাছে হেরে মিম-বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল