ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ঢাকার আশুলিয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয় । বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় ডিশ ব্যবসায়ী মানিক সরকার ও অশ্রু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হচ্ছেন, কাঠগড়া এলাকার ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর রহমান সরকার (৫০), মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৩৮) ও মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)। 

গুলিবিদ্ধ ডিশ ব্যবসায়ী মানিক সরকার বলেন, বেশ কিছুদিন ধরে মাসুম খান, অশ্রু ও সালমান নামে কয়েকজন তাদের ডিশ ব্যবসা দখল করার চেষ্টা করে আসছিল। পরে আজকে সন্ধ্যায় লাইনের সংযোগ কাটতে শুরু করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে বিষয়টি নিয়ে অশ্রুর সঙ্গে মোবাইলে কথা বললে অফিসে মিমাংসার জন্য ডাকে। পরে আমরা স্থানীয় লোকজন নিয়ে অশ্রুর অফিসে গেলে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে রওনা দিলে অশ্রুর লোকজন আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আমি সহ তিন জন গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এই ডিশ ব্যবসায়ীর চাচাতো ভাই আরিফুল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, ‘অশ্রু বেশ কিছুদিন ধরে তাদের ডিশ ব্যবসা দখল করার চেষ্টা করে আসছে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী।’ এছাড়াও অশ্রু ২০১৭ সালে সাভারের খাগান এলাকার সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী সিফাত হত্যা মামলারও আসামি বলে জানান তিনি।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘গুলিবিদ্ধ তিন জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদের মধ্যে দুজনের পায়ে ও একজনের কোমড়ে গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তিনি।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘ডিশ ব্যবসাকে কেন্দ্র করে গুলির ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’  গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন তিনি।