Amol Muzumdar Named India Women Head Coach Get To Know

মুম্বই: নতুন দায়িত্ব পেলেন অমল মজুমদার (Amol Muzumdar)। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারকে জাতীয় মহিলা দলের (Indian Womens Cricket Team) কোচ নির্বাচিত করা হল। বিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটা। রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রায় ১০ মাস এই পদ খালি ছিল। অবশেষে সেই পদের জন্য কোচ নির্বাচিত করা হল প্রাক্তন ওপেনার অমল মজুমদারকে। 

প্রায় ২ দশকের ওপর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অমল মজুমদার। প্রায় ১১ হাজার রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিও রয়েছে নামের পাশে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি জিতেছেন। ১১৩টি লিস্ট-এ ম্যাচে অমল মজুমদারের সংগ্রহে রয়েছে ৩২৮৬ রান। ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। ১৪টি টি-২০ ম্যাচে মজুমদার সংগ্রহ করেছেন ১টি অর্ধশতরান-সহ ১৭৪ রান। এরপর অসম ও অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং কেরিয়ারে এসে তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ দলের ব্যাটিং কোচ ছিলেন। আন্তর্জাতিক স্তরে নেদারল্যান্ডসের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। ভারত সফরে কিছুদিন আগে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দেখা গিয়েছে এই প্রাক্তন ক্রিকেটারকে। 

অমল মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ”আমি অমল মজুমদারকে শুভেচ্ছা জানাতে চাই। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে তাঁকে। আমি আশাবাদী ওনার কোচিংয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল উন্নতির শিখরে পৌঁছবে। ক্রিকেটের সব ফর্ম্যাটেই ধারাবাহিক সাফল্য পাবে। দ্বিপাক্ষিক সিরিজ হোক বা টুর্নামেন্টে অমল মজুমদারের কোচিংয়ে দল ভাল ফল করবে, এই আশাই রাখি।”

নতুন দায়িত্ব পেয়ে স্মৃতি, হরমনপ্রীতদের নতুন কোচ বলছেন, ”এটা খুব বড় দায়িত্ব। ভারতের প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আশা করছি আগামী দিনে ভাল খেলব আমরা। এখন থেকেই সামনের দু’বছরের প্রস্তুতি সেরে ফেলতে চান অমল। আগামী দু’বছর খুব গুরুত্বপূর্ণ। দুটো বিশ্বকাপ আছে। তাই দ্রুত সেই লক্ষ্যে কাজ শুরু করে দিতে চাই। ভারতীয় দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে। সেটাই এ বার কাজে করে দেখাতে হবে।”