Hamas-Israel War: ‘বাবা দেখো, নিজে হাতে ১০জন ইহুদিকে খুন করেছি,’ বাড়িতে ফোন করে আর কী বলল হামাস জঙ্গি?

গত ৭ অক্টোবর। হামাস জঙ্গিরা ভয়াবহ হামলা চালিয়েছিল ইজরায়েলের উপর। একের পর এক রকেট হানা। সেই সঙ্গেই হামাস জঙ্গিরা ঢুকে পড়েছিল ইজরায়েলে। তাদের সেই হত্য়ালীলা কতটা ভয়াবহ ছিল তারই একটি নমুনা হাজির করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স।

হামাস জঙ্গিরা যেদিন হামলা চালিয়েছিল সেদিনের একটি ফোনের কথাবার্তা সামনে এনেছে ইজরায়েলের ডিফেন্স ফোর্স। সেখানে এক হামাস জঙ্গি ফোনে তার বাবা মাকে বলছে, নিজে হাতে ১০জন ইহুদিকে খুন করেছি। এমনকী তাদের ছবিও সে ফোনে পাঠায়। এমনটাই দাবি ইজরায়েল ডিফেন্স ফোর্সের। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গিয়েছে।

সেদিন ইজরায়েলে এসে এক ইজরায়েলি মহিলার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল ওই হামাস জঙ্গি। এরপর সে বাড়িতে ফোন করে। আর সেখানে ফোন করে সে ভয়াবহ ঘটনার কথা জানায়। সেখানে ফোন করে সে জানিয়েছিল সে অন্তত ১০জন ইহুদিকে খুন করেছে। এমনকী যার কাছ থেকে সে ফোন কেড়ে নিয়েছিল তাকেও খুন করে সে। তবে ওই জঙ্গির পরিচয় জানা যায়নি।

ইজরায়েল ডিফেন্স ফোর্স গোটা ঘটনাটি সামনে এনেছে। এমনকী খুন করার পর রীতিমতো উল্লসিত ওই হামাস জঙ্গি। হোয়াটস অ্যাপ মেসেসে সে তার বাবা মাকে বলে দেখো নিজের হাতে কতজনকে খুন করেছি! তোমার ছেলে ইহুদিদের মেরেছে। আমি নিজের হাতে ১০জনকে মেরেছি। বাবা দেখো আমি নিজের হাতে ১০জনকে মেরেছি।

আর সবথেকে বড় কথা হল ওই জঙ্গির বাবা মা এই ঘটনায় ছেলেকেই সাপোর্ট করেন। তার বাবা জানিয়ে দেন ভগবান তোমায় আশীর্বাদ করবেন। আর মা বলেন নিরাপদে বাড়ি ফিরে এসো।

এরপর ওই জঙ্গি জানিয়ে দেন, এখানে বাড়ি ফেরার কোনও ব্যাপার নেই। হয় মরব না হলে জিতব। এরপর সেই মৃতদের ছবি দেখার কথা জানায় সে। নিউ ইয়র্ক পোস্টে তেমন খবরই প্রকাশিত হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ওই বিষয়গুলি জমা দিয়েছে ইজরায়েল। তবে ওই জঙ্গির প্রকৃত পরিচয় জানা যায়নি।

এদিকে ইজরায়েল হামাস যুদ্ধে ইতিমধ্য়েই ৫০০০জনের মৃত্যু হয়েছে। বহু মহিলা ও শিশুর মৃত্যু হয়েছে। অন্তত ২১২জনকে অপহরণ করেছে হামাস জঙ্গিরা।