Suvendu Adhikari: ‘বাংলা এবার সঠিক পথে,’ ভাসানে রামের নামে নাচ! ভিডিয়ো দেখিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। আর সেখানে রামচন্দ্রের নামে উদ্দাম নাচ। আর সেই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে আলোক মালায় সজ্জিত রামচন্দ্রের বিশাল অবয়ব। আর তার সামনে হাত তুলে চলছে উদ্দাম নাচ। শুভেন্দু অধিকারী সেই ভিডিয়ো পোস্ট করেছেন।

এরপর তিনি লিখেছেন, তোলামুলীরা ভাবতেও পারবেন না এই ভিডিয়ো উত্তরপ্রদেশ বা বিহারের নয়। এটা আমাদের নিজেদের বাংলার। গত সন্ধ্য়ায় গোটা বাংলায় প্রতিমা ভাসানের সময় এই ছবি অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে। সমস্ত উদ্যোক্তাদের ধন্য়বাদ। ভগবান রামচন্দ্রকে এভাবে শ্রদ্ধা প্রদর্শনের জন্য। বাংলা এবার সঠিক পথে। জয় শ্রীরাম। লিখেছেন শুভেন্দু।

কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রামন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে এই পুজো। আর সেই পুজোর উদ্বোধনে এসেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে জনজোয়ার হয়েছে সেই মণ্ডপে। তবে কি লোকসভা ভোটের আগে রামের নামে আবেগকে কার্যত উসকে দিয়ে চাইছে গেরুয়া শিবির?

 

জানুয়ারি মাসে অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন হতে পারে। লোকসভা নির্বাচনের আগে বড় ধমাকা দিতে চলেছে গেরুয়া শিবির। তার আগে গোটা দেশ জুড়ে রামচন্দ্রকে নিয়ে আবেগকে একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে চাইছে বিজেপি। তবে বাংলায় দুর্গাপুজোর ভাসানে এই ধরনের ছবি আগে দেখা গিয়েছে কি না তা নিয়ে বিতর্কটা হতেই পারে।

এদিকে এই ভিডিয়োটা কোথায় তোলা সেটা ঠিক পরিষ্কার নয়। তবে ভিডিয়োতে যে ছবি দেখা গিয়েছে তা নিয়ে স্বাভাবিকভাবেই উল্লসিত বিজেপি শিবির। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন দুর্গাপুজোর ভাসানে অন্য ধরনের গান শোনা যেত। পুজোর ভাসানে রাজনীতির কোনও রঙ থাকত না। দুর্গাপুজোর ভাসান মানে নির্ভেজাল আনন্দ। নাচ, গান আর নানা রঙের ফুর্তি। আর এই ভিডিয়ো দেখিয়েই তৃণমূলকে খোঁচা দিলেন শুভেন্দু। লিখলেন বাংলা এবার সঠিক পথে।