ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন আহ্বান বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে ইসরায়েলের পাশে ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক দশক পুরনো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধান নিয়ে কাজ করতে প্রতিশ্রুতি জোরদার করবেন। বুধবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলার পর দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেটেলারদের প্রতিশোধমূলক হামলা বৃদ্ধি পেয়েছে। বাইডেন সেটেলারদের এমন হামলার বিরুদ্ধে কথা বলেছেন।

তিনি বলেছেন, ইতোমধ্যে জ্বলতে থাকা মধ্যপ্রাচ্যে উগ্র সেটেলারদের হামলাগুলো জ্বালানি ঢালছে। এগুলো বন্ধ হতে হবে। তাদেরকে জবাবদিহি করতে হবে। এখনই এসব বন্ধ হতে হবে।

পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের ওপর সেটেলারদের সহিংসতা বেড়েছে। সেটেলারদের হাতে ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, একাধিক ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে সেটেলাররা, গাড়িতে আগুন দিয়েছে, তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করেছে।

১ হাজার ৪০০ ইসরায়েলিকে হত্যা করা হামাসের হামলার আবারও নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সৌদি আরবসহ কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগকে বানচাল করতে হামাস এই হামলা চালিয়েছে বলে মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল-হামাস সংঘাতের অবসানের পর ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের অংশীদারদের দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান নিয়ে অবশ্যই কাজ করতে হবে।

তিনি আরও বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপত্তা, শ্রদ্ধা ও শান্তিতে বসবাসের সম-অধিকারের দাবিদার। যখন এই সংকটের অবসান হবে তখন আগামীর লক্ষ্য থাকতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি হলো, সেটিকে হতে হবে দুই রাষ্ট্র সমাধান।

হামাসের হামলার জবাবে গাজায় অবিরাম বোমা বর্ষণ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬ হাজার ৫০০ ছাড়িয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহতের এই পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, ‘কত লোক নিহত হয়েছেন তা সম্পর্কে ফিলিস্তিনিরা সত্য কথা বলেছে বলে আমি মনে করি না। আমি নিশ্চিত নিরাপরাধ মানুষেরা নিহত হয়েছেন এবং এটি যুদ্ধ শুরুর করার পরিণতি। তবে ফিলিস্তিনিরা যে সংখ্যার কথা বলছে তাতে আমার আস্থা নেই।