BJP MLA joins TMC: ‘গোওওওও…ওওওওল!!’, BJP বিধায়ক তৃণমূলে যোগ দিতেই খোঁচা দেবাংশুর! ৭৭ ঠেকল ৬৮-তে

লোকসভা ভোটের আগে আবারও ধাক্কা গেল বঙ্গ বিজেপি। পুজোর আগে থেকেই চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। বৃহস্পতিবার তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এর ফলে বিজেপিতে বর্তমানে বিধায়কের সংখ্যা কমে ৬৮-তে দাঁড়াল। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। তাদের বক্তব্য, এতে দলের কোনও ক্ষতি হবে না। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাবিরোধী জঞ্জাল পার্টি ত্যাগের হিড়িক..।’ আর ফেসবুকে লিখেছেন, ‘গোওওওও…..ওওওওল!!’

আরও পড়ুন: পুজোয় ৩০০ কোটি অনুদান, ব্যবসা ৬০,০০০ কোটির! ‘থাপ্পড়’ খেল বিরোধীরা, তোপ দেবাংশুর

বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল। বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে দলের জেলা সদর দফতরে তালা বন্ধ করে দিয়েছিলেন বিজেপি কর্মীরাই। তারপরেও সুভাষ সরকার এবং দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য ছিল, নিজেদের ঘনিষ্ঠদের দলের পদে বসাচ্ছেন তারা। সেই আবহে কোতুলপুরের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা ছড়িয়েছিল। 

তখন তিনি অবশ্য বলেছিলেন, ‘অনেকেই মিথ্যা রটনা করছে।’ কিন্তু শেষমেষ সেটাই সত্যি হল। বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার পরেই দলের এক্স হ্যান্ডেলে অভিষেকের সঙ্গে বিধায়কের ছবি পোস্ট করে হয়। তাতে লেখা হয়, এই পদক্ষেপের মাধ্যমে জনগণের সেবা এবং মা-মাটি-মানুষের আদর্শ আরও শক্তিশালী হবে। তৃণমূলের তরফে বিজেপি বিধায়কে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, একসঙ্গে কাজ করে বাংলার উন্নতি ঘটানো হবে। 

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭ আসন পেয়েছিল বিজেপি। পরে দলের বিধায়ক নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক থেকে ইস্তফা দিয়ে সাংসদ হিসেবে থেকে যান। এরফলে বিজেপির সদস্য পদ নেমে দাঁড়ায় ৭৫টিতে। পরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দেন। এই বছরের ফেব্রুয়ারিতে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে মতানৈক্যের কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর এ বার হরকালীর তৃণমূলে আসার পর বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে হল ৬৮। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, এর ফলে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।