Narottam Mishra controversial comments: ‘নাচবে হেমা মালিনীও!’ বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ নরোত্তম মিশ্র

রাজ্য ভোটের আবহে নতুন বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়ক তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দাতিয়ায় একটি অনুষ্ঠানে উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘এলাকায় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, হেমামালিনীকে নাচতেও বাধ্য করা হয়েছে।’ নিজের দলের মহিলা সাংসদকে নিয়ে এই মন্তব্য করায় নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আসলে মহিলাদের অপমান করেছেন।

বুধবার দাতিয়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় তিনি বলেন, ‘দাতিয়ায় এমন উন্নয়ন হয়েছে যে এখানে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, হেমা মালিনীকে নাচতে বাধ্য করা হয়েছে।’ বিজেপি নেতার এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদি ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

(পড়তে পারেন। CrPC, IPC-র পর এবার ব্রিটিশ জমানার একাধিক আইন বদলের ভাবনা শাহের মন্ত্রকের)

জনতা দল (ইউনাইটেড) এই মন্তব্যকে অপমানজনক বলেছে। এক্স (সাবেক টুইটার) পোস্টে দল লিখেছে, ‘বিজেপি সদস্যদের নির্লজ্জ বাস্তব চেহারা প্রকাশ্যে চলে এসেছে। নিজের দলেরই সাংসদ হেমা মালিনী সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।’

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও নরোত্তম মিশ্রের এই মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘বিজেপির সংস্কৃতিবান মন্ত্রীর নারীদের প্রতি অপমানজনক মন্তব্যটা শুনুন। তিনি নিজের দলের নেতাকেও রেহাই দেন না। ‘

মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি চতুর্থবার দাতিয়া থেকে নরোত্তম মিশ্রকে প্রার্থী করেথে। এর আগে ২০০৮, ২০১৩ এবং ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন নরোত্তম মিশ্র।