Pizza delivery boy harrassed: পিৎজা ডেলিভারিতে দেরি হওয়ায় বেজায় চটলেন ব্যবসায়ী, চলল গুলি

বাড়িতে বসেই পিৎজা খাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর। সেইমতো তিনি অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন। কিন্তু, পিৎজা ডেলিভারি দেরি হওয়ায় বেজায় চটে গেলেন ব্যবসায়ী। ক্ষোভে ডেলিভারি বয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক নিগ্রহ করলেন ব্যবসায়ী। শুধু তাই নয়, ডেলিভারি বয়কে ভয় দেখাতে শূন্যে গুলিও চালালেন ব্যবসায়ী। এমনই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের পুণে শহরের ওয়াঘোলির লোহগাঁও রোডের ওজোন ভিলাস আবাসনে। এই অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম হল চেতন পাডওয়াল।

আরও পড়ুন: জোর করে…’, ৮ বছরের মেয়ের মিথ্যার জেরে বেধড়ক মার খেলেন ডেলিভারি ম্যান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ওই ব্যবসায়ী শহরের একটি জনপ্রিয় পিৎজা আউটলেট থেকে খাবার অর্ডার করেছিলেন। তবে ডেলিভারি বয় হৃষিকেশ অন্যপুরভ কিছুটা দেরিতে ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন। তাতেই ব্যবসায়ী ডেলিভারি বয়ের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। অর্ডার নিয়ে দেরিতে পৌঁছনোর জন্য  ব্যবসায়ী তাঁকে গালিগালাজ করার পাশাপাশি হেনস্থা করেন বলে অভিযোগ। দুজনের মধ্যে তুমুল বচসা বাঁধে। শুধু তাই নয়, অভিযোগ হৃষিকেশের দুই সহকর্মী চিৎকার শুনে সেখানে গেলে তাঁদের একজনের কলার ধরে হেনস্থা করেন ওই ব্যবসায়ী। এখানেই থেমে না থেকে ব্যবসায়ী পকেট থেকে নিজের পিস্তল বের করে শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। এই ভিত্তিতে লোনিকান্দ থানায় অভিযোগ দায়ের করেন পিৎজা ডেলিভারি বয়।

পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারায় অপরাধমূলক হত্যাকাণ্ডের চেষ্টা, ৩২৩ ধারায় স্বেচ্ছায় আঘাত করা এবং ৫০৪ ধারায় শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে পাডওয়ালকে গ্রেফতার করেছে। অভিযোগ উঠেছে, ব্যবসায়ী শূন্যে গুলি চালালেও আবাসনের উপরে যারা থাকেন তাদের যে কারও গুলি লেগে বিপদ ঘটতে পারত। তাই এই ঘটনায় ৩০৮ ধারা যোগ করেছে পুলিশ। তবে ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হওয়া ওই পিস্তলের লাইসেন্স রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। পুরো ঘটনার ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও ডেলিভারি বয়দের শারীরিক নিগ্রহের ঘটনা এই প্রথম নয়। প্রায়ই ডেলিভারি বয়দের মারধর করার অভিযোগ ওঠে। এর আগেও একাধিক জায়গায় ডেলিভারি বয়দের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তবে এদিন ব্যবসায়ীর এমন কাণ্ডে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই ডেলিভারি বয়।