Ration Scam: দুয়ারে ইডি, শুনতে পেয়েই পুরী বেড়ানো শিকেয় তুলে বাড়ি ফিরলেন জ্যোতিপ্রিয়র PA

পুজোর পরে কয়েকদিন ছুটি কাটাতে পরিবার নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে। আর তাঁর ফ্ল্যাটেই বৃহস্পতিবার হানা দেয় ইডি। কিন্তু সেই ফ্ল্যাট বন্ধ ছিল। আসলে ছুটি কাটাতে পরিবার নিয়ে পুরীতে গিয়েছিলেন অমিত দে। স্বাভাবিকভাবেই ইডির আধিকারিকরা ভেতরে ঢুকতে পারেননি। এরপর আদালতে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। বাড়ি সিল করে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে সূত্রের খবর, তদন্তকারী আধকারিকদের কাছে খবর আসে যে অমিত দে পুরী বেড়াতে গিয়েছেন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করেন ইডির আধিকারিকরা।

নাগেরবাজারের ভগবতী পার্কের পারুল অ্যাপার্টমেন্টে অমিত দের ফ্ল্যাট রয়েছে। সূত্রের খবর, সেই ফ্ল্যাটে তিনি থাকেন না। পাশের অপর একটি অ্য়াপার্টমেন্টে দুটি ফ্ল্যাট রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। সেখানেই থাকতেন জ্যোতিপ্রিয়র পিএ। এদিকে সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ওই ফ্ল্য়াটগুলির সামনে ইডির আধিকারিকরা অপেক্ষা করতে থাকেন। এদিকে খবর যায় অমিত দের কাছে।

তারপর পুরী বেড়ানো শিকেয় তুলে তড়িঘড়ি সেখান থেকে রওনা দেন তিনি। এরপর কলকাতা বিমানবন্দরে চলে যান ইডির প্রতিনিধিরা। সেখানেই এদিন বিকালে নামেন তিনি। এরপর পরিবার নিয়ে তিনি বাড়িতে আসেন। গাড়িতে ফিরে আসেন অমিত, তাঁর স্ত্রী, পুত্র ও মা। এরপরই ইডির আধিকারিকরা বাড়িতে প্রবেশের সুযোগ পান।

তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি কোনও মন্তব্য করেননি। এদিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ইডির আধিকারিকরা অপেক্ষা করেন ওই আপ্ত সহায়কের জন্য। তারপর বেড়ানো স্থগিত রেখে ফিরে আসেন অমিত দে। একেবারে থমথমে মুখে বাড়িতে ঢোকেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ভেতরে নিয়ে যান। চারদিকে সংবাদমাধ্যমের ক্যামেরা। দৃশ্যতই ঘাবড়ে যান তিনি।

তবে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা নিয়ে এদিন তোপ দেগেছেন মুখ্য়মন্ত্রী। তিনি জানিয়েছেন, বালুর শরীর খারাপ। মারা গেলে বিজেপি আর ইডির বিরুদ্ধে এফআইআর হবে।