অবসর নিতে চাইলেও পারলেন না ড. কামাল হোসেন

যে অনুষ্ঠানে ‘রাজনীতি থেকে তথা গণফোরামের সভাপতির পদ থেকে অব্যাহতি’ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ড. কামাল হোসেন, সেখানেই খুব অল্প সময়ের ব্যবধানে ইমেরিটাস পদ গ্রহণ করলেন তিনি। শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গণফোরামের বিশেষ কাউন্সিলে এ ঘটনা ঘটে।

দলের বিশেষ জাতীয় কাউন্সিলে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য এসএম আলতাফ হোসেন ঘোষণা দেন, ‘গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেন। তবে তিনি দলটির ইমিরেটাস সভাপতি হিসেবে থাকবেন।’

অনুষ্ঠানে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির নেতা নুরুজ্জামান। লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, ‘আমি বিদায় নিচ্ছি। আনুষ্ঠানিকভাবে সভাপতির পদে থাকছি না।’

এ সময় তিনি গণফোরামকে গণমানুষের আরও কাছে নিয়ে যেতে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গণফোরামের কাউন্সিলে দলের নতুন সভাপতি করা হয় মফিজুল ইসলাম খানকে। সাধারণ সম্পাদক হিসেবে আবার দায়িত্ব পান মো. মিজানুর রহমান। বিশেষ এই কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধন করে ইমেরিটাস সভাপতি পদ সৃষ্টি, সহযোগী সংগঠন করার সুযোগ তৈরি এবং ১০ সদস্যের উপদেষ্টা কমিটির বিধান যোগ করা হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন– সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেন, মুস্তাক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সুরাইয়া বেগম প্রমুখ।

আরও খবর: রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা ড. কামাল হোসেনের