বিএনপির কার্যালয় ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি

এক দিন হাতে রাখতেই বিএনপির ডাকা মহাসমাবেশে উপস্থিত হতে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পরপরই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

বিকাল হতেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের জনসমাগম হয়। এ সময় তারা খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।

এদিকে বিকালে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যা কম থাকলেও, সন্ধ্যার পরই বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়ে সতর্ক অবস্থান নেন। এ সময় পুলিশ বাহিনীর সঙ্গে একটি জলকামান ও একটি রয়টার কার প্রস্তুত রাখা হয়। অধিক পুলিশের উপস্থিতিতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে নয়াপল্টন এলাকায়।

এদিকে পরিস্থিতি পরিদর্শনে এসে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, যেহেতু সিদ্ধান্ত এখনও আসেনি, তাই আমরা নেতাকর্মীদের অনুরোধ করেছি, আপনারা কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। দুই পাশের রাস্তার যান চলাচল স্বাভাবিক রাখবেন। যাতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনশৃঙ্খলা বিপন্ন না হয়।

তিনি আরও বলেন, যদি আমরা দেখি এখানে জনশৃঙ্খলা বিঘ্ন হচ্ছে, তাহলে ব্যবস্থা নেবো। আমি বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে অনুরোধ করেছি, আপনারা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন।

এদিকে বিএনপির পক্ষ থেকেও সন্ধ্যায় মাইকিং করে কার্যালয়ের সামনে থেকে কর্মীদের সরে যেতে বলা হয়। এতেও তারা স্থান ত্যাগ করেননি।