মণ্ডপ থেকে চুরি! ৬০০টি ফুচকা উধাও বেহালা নতুন দলের প্যান্ডেল থেকে

ফুচকা বাঙালিদের কাছে কেবল একটা খাবার নয়, এটা যে। একটা ইমোশন। স্ট্রিট ফুড বলতে তাঁদের সবার আগে যেটা মনে পড়ে সেটা হল ফুচকা। আর পুজোর সময় রাস্তায় বেরিয়ে ফুচকা খাবে না এটা তো হতেই পারে না। আর এ হেন ফুচকা প্রিয় জাতির সব থেকে বড় উৎসবের পুজো মণ্ডপ যদি উদ্যোক্তারা ফুচকা দিয়েই বানান তাহলে যা হওয়ার সেটাই হল দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো বেহালা নতুন দলে।

বেহালা নতুন দলের মণ্ডপ থেকে ৬০০ ফুচকা গায়েব!

বেহালা নতুন দলের এবারের থিম ছিল ফুচকা মণ্ডপ। গোটা প্যান্ডেলটাই বানানো হয়েছিল শালপাতা, ফুচকা দিয়ে। এমনকি দেবীমূর্তি পর্যন্ত রাখা হয়েছিল আস্ত একটি ফুচকায়। আর এই প্যান্ডেলে এসে দর্শনার্থীরা মণ্ডপের গা থেকে খুলে খুলে ফুচকা খেয়ে নিয়েছেন! ৬০০ টি ফুচকা গায়েব হয়ে গিয়েছে মণ্ডপ থেকে। যদিও এতে আলুর পুর বা টক জল কিছুই ছিল না। ছিল কেমিক্যাল। সেটা সুদ্ধই শুকনো শুকনো খেয়ে ফেলেছেন ফুচকাপ্রেমী মানুষজন।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী কেমিক্যাল মাখানো এই ফুচকাগুলো দিয়েই মণ্ডপ সাজানো হয়েছিল। পরবর্তীতে উদ্যোক্তারা জানান মণ্ডপ থেকে প্রায় ৬০০ ফুচকা উধাও হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ‘আবার এসো মা’, ছলছলে চোখে দেবী দুর্গাকে বিদায়, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

আরও পড়ুন: যতই ডায়াবিটিস থাক, বিজয়া দশমীতে এই মিষ্টি খেতে বাধা নেই! বানিয়ে ফেলুন বাড়িতেই

এই ঘটনা ঘটার পরই ক্লাবের তরফে পুলিশকে জানানো হয় কারণ ফুচকাগুলোতে কেমিক্যাল লাগানো ছিল। আর এগুলো খেয়ে যদি কারও শরীর খারাপ হয় সেই ভয়েই তাঁরা আগে ভাগে পুলিশকে জানান। উদ্যোক্তাদের একজন, সন্দীপন বন্দ্যোপাধ্যায় টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘আমরা বহুবার নিষেধ করেছি, বলেছি ফুচকা যাতে নষ্ট না হয় তাই ওতে কেমিক্যাল দেওয়া আছে। এগুলো খেলে পেটের সমস্যা হবে। কিন্তু শুনলে তো।’ তিনি আরও বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ থেকে দেখি এক ব্যক্তি মণ্ডপের গা থেকে ফুচকা তুলে খেয়ে নিলেন। বারবার মাইকে ঘোষণা করেছি, কিন্তু কাজের কাজ হয়নি।’

বেহালা নতুন দলের থিম

বেহালা নতুন দলের এবারের থিম ছিল তুষ্টি। অর্থাৎ যা খেলে মন ভরে যায়। আর বাঙালির আলাদাই ভালোবাসা আছে এটার প্রতি। ফলে ফুচকা খেলে যে তৃপ্তি মিলবে এ তো জানা কথাই। তাই তাঁরা এবার ফুচকার মণ্ডপ করেছেন।