CPIM puja stall: যাদবপুরে ৪ লক্ষ টাকার বিক্রি, পুজোর বইয়ের স্টল কতটা আক্সিজেন দিল CPIM-কে?

সম্প্রতি দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। তাঁকে নিয়ে একটি বুকলেট করেছে বামেরা। সেই বুকলেট এবার ভাল বিক্রি হয়েছে পুজোর সময় বামেদের দেওয়া স্টলে। বিশেষ করে যাদবপুরে স্টলে বেশি বিক্রি হয়েছে প্রবীর পুরকায়স্থের উপর লেখা বুকলেট। তবে সিপিএমের স্টলে এবারও বেস্টসেলারের তালিকায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

পুজো উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও বইয়ের স্টল দিয়েছিল সিপিআইএম। শহর কলকাতায় ১১৬ টি স্টল দিয়েছিল তারা। এই স্টলগুলির কোথাও বিক্রি হয়েছে দেড় লাখ টাকার বই কোথাও আবার ১২ হাজার টাকার। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যাদবপুরের স্টলেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। একাদশী পর্যন্ত চার লাখ টাকার বই বিক্রি হয়েছে সিপিআইএমের স্টলে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত ২০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছে।

স্টলের উদ্যোক্তারা জানাচ্ছেন, মোদীনামা নামে বইটির যথেষ্ট চাহিদা ছিল। এছাড়া বাম চেয়ারম্যান বিমান বসুর লেখা ‘কমিউনিস্ট আন্দোলনের স্মরণীয়দের প্রসঙ্গে’ শীর্ষক বইটির পুর্নমুদ্রণ করা হয়েছে। সেই বইটিও এবার পুজোর স্টল থেকে ভাল বিক্রি হয়েছে। এছাড়া শমীক লাহিড়ীর লেখা ‘হিন্দুধর্ম এবং হিন্দুত্ববাদ’ বইটিরও চাহিদা ছিল। স্টলের দায়িত্বে থাকা সিপিএম কর্মীরা জানিয়েছেন আরএস এবং হিন্দুত্ববাদ বিরোধী বইগুলির বেশি চাহিদা ছিল। বড়দের বিভিন্ন বইয়ের সঙ্গে ছিল ছোটদেরও বই। স্টলের উদ্যোক্তারা জানাচ্ছেন, সেই বইয়ের মধ্যে বেশি বিক্রি হয়েছে পিয়ালী গঙ্গোপাধ্যায়ের লেখা টিনটিনের বাক্স বইটি।

(পড়তে পারেন। পুজোয় কলকাতায় ১৫০ টি বইয়ের স্টল তৃণমূলের, সিপিএমের থেকেও পিছিয়ে বিজেপি)

(পড়তে পারেন। পুজোর ৬ দিনে কলকাতা মেট্রোতে উঠলেন প্রায় ৪২ লক্ষ যাত্রী, কত আয় হল?)

তবে এবারও সিপিএমের স্টলে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বইয়ের চাহিদা ছিল তুঙ্গে। তাঁর লেখা ‘স্বর্গের নীচে বিশৃঙ্খলা’ এবং ‘নাৎসী জার্মানির জন্ম ও মৃত্যু’ বইগুলির যথেষ্ট চাহিদা ছিল।

শহরে সিপিআইএমের অন্যান্য স্টলগুলির মধ্যে নজর কেড়েছে যাদবপুরের ৮বিতে বামেদের বুক স্টল। এই বুকস্টলটি উদ্বোধন করেন বিমান বসু। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এছাড়া স্টলে হাজির হন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ এবং চন্দন সেন।

তবে চৌরঙ্গীর একা স্টলে সিপিআইএম কর্মীর দাবি, পুজো  অনেক সাধারণ মানুষ বই নেড়ে চেড়ে দেখেছেন। কেউ কেউ আবার কিনেছেনও। লোকসভা ভোটের আগে পুজোর বইয়ের স্টল কি সিপিআইএমকে অক্সিজেন দিল? উদোক্তাদের কথায়, ‘যে ভাবে সাধারণ মানুষ স্টলে এসেছেন তাতে বলাই যায় সব একেবারে শূন্য হয়ে যায়নি।’