Ex Navy men Death sentenced in Qatar: ‘মোদী তো বলতেন মুসলিম দেশ…’, কাতারে ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড ইস্যুতে তোপ ওয়া

ভারতীয় নৌসেনার ৮ জন প্রাক্তন আধিকারিককে গতকালই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে কাতারের এক আদালত। এই আবহে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এই রায়ে ‘অবাক’। পাশাপাশি এও বলা হয়েছে, কাতারের আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হবে। এই আবহে কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে তোপ দাগলেন ওয়াইসি, মণীশ তিওয়ারির মতো বিরোধী নেতারা। সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শানিয়েছেন হায়দরাবাদের সাংসদ। তাঁর প্রশ্ন, ‘মোদী তো বলতে, তাঁর সময়কালে নাকি মুসলিম দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে। তাহলে এমনটা কীভাবে হল?’ এদিকে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি অভিযোগ করেন, ‘এই ইস্যুতে এর আগে প্রাক্তন নৌসেনা কর্মী, পরিবারের সদস্য এবং সাংসদরা উদ্বেগ প্রকাশ করলেও সরকার সেদিকে নজরই দেয়নি।’

এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আসাদউদ্দিন ওয়াইসি লেখেন, ‘কাতারে প্রাক্তন নৌ কর্তাদের গ্রেফতার হওয়ার বিষয়টি আমি অগস্টেই উত্থাপন করেছিলাম সংসদে। আর এখন তাঁদের মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বুক ফুলিয়ে বলেন যে মুসলিম দেশগুলি নাকি তাঁকে ভালোবাসে। আমাদের প্রাক্তন নৌ কর্তাদের দেশে ফিরিয়ে আনা উচিত তাঁর। এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের দেশের প্রাক্তন নৌ কর্তারা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে।’

এদিকে এই নিয়ে সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। এই নিয়ে তাঁর বক্তব্য, ‘এই বিষয়ে একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। আমাদের নৌ বাহিনীর প্রাক্তন ৮ কর্তার জীবন এখানে ঝুঁকির মুখে। তাঁদের পরিবারকে জানানোই হয়নি যে সেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগটা কী। আমি তো জানতে পেরেছি যে সেই আট আধিকারিকের হয়ে যে আইনজীবী আদালতে সওয়াল-জবাব করেছেন, তিনিও তাঁদের পরিবারকে সেভাবে কিছু বলেননি।’ মণীশ তিওয়ারি জয়শংকরকে তোপ দেগে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ প্রাক্তন নৌ কর্তাদের সংগঠন, পরিবারের সদস্য এবং সাংসদদের উদ্বেগের বিষয়টি ছোট করে দেখেছিল বিদেশ মন্ত্রক বা বিদেশমন্ত্রী এস জয়শংকর।’ মণীশ তিওয়ারি দাবি করেন, ‘প্রধানমন্ত্রীর উচিত কাতার সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই নিয়ে আলোচনা করে অবিলম্বে সেই ৮ ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা।’

এদিকে এই ইস্যুতে কংগ্রেসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অতি যন্ত্রণা ও কষ্টের বিষয় জানতে পেরেছি আমরা। কাতারে ভারতের প্রাক্তন ৮ নৌ কর্তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। কংগ্রেস আশা করছে যে ভারত সরকার তাদের কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে চেষ্টা চালাবে এবং এই রায়ের বিরুদ্ধে সেই ৮ ভারতীয় আবেদন জানাতে পারবেন। আমাদের আশা, দ্রুতই সেই ৮ ভারতীয়কে ছাড়িয়ে নিয়ে আসা যাবে।’