Kashmir: শীতের আগে কাশ্মীরে পাক জঙ্গি পাঠানোর ছক বানচাল, বড় সাফল্যের কথা জানালেন ডিজিপি

আসিক হোসেন

জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিং বৃহস্পতিবার জানিয়েছেন, জঙ্গির সংখ্য়া ক্রমেই কমছে। কাশ্মীরের সুরক্ষা বাহিনী অন্তত ৫জন লস্কর জঙ্গিকে নিকেশ করেছে। নিয়ন্ত্রণরেখায় ওই পাঁচ জঙ্গিকে নিকেশ করেছে সুরক্ষাবাহিনী। বৃহস্পতিবার কুপওয়ারাতে এনিয়ে অভিযানে নামে সুরক্ষাবাহিনী।

আর্মির চিনার কর্পস জানিয়েছে, কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে তারা অভিযানে নেমেছিল। কুপওয়ারা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ আটকে দেওয়া সম্ভব হয়েছে।

পুলিশ সন্ধ্য়ায় জানিয়েছে, পাঁচজন লস্কর ই তইবা জঙ্গিকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। তল্লাশি অভিযান চলছে। জানিয়েছেন এডিজিপি বিজয় কুমার। এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করেছে কাশ্মীর জোন পুলিশ।

জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিং জানিয়েছেন, পুলিশ ও সেনার অভিযান এখনও শেষ হয়নি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই সীমান্ত এলাকার ওপারের অংশটি একেবারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ওখানে ক্যাম্প, লঞ্চিং প্যাড ও ট্রেনিং সেন্টার রয়েছে। পাক অধিগৃহীত এলাকায় অন্তত ১৬টি লঞ্চিং প্যাড রয়েছে। অনুপ্রবেশকারীরা যাতে ভেতরে আসতে পারে সেকারণে ওরা এসব করেছে। একটা সময় ছিল ওরা ওখান দিয়ে মাদক আর অস্ত্র পাচার করত।

তিনি জানিয়েছেন, পুলিশ আর সেনার অভিযানের জেরে এই ছক বার বার ভেস্তে গিয়েছে।

পুলিশ কর্তা জানিয়েছেন, শীতের আগে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছিল। রাজৌরি, পুঞ্চ, কুপওয়ারা সেক্টর দিয়ে ওদের প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ছক ভেস্তে গিয়েছে। একাধিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ডিজিপি জানিয়েছেন, পুলিশ ও অন্যান্য এজেন্সি বড় সাফল্য পেয়েছে। সাধারণ মানুষও স্বস্তি পেয়েছেন। জঙ্গিদের সংখ্য়া কমছে। আগামী দিনে তাদের সংখ্যা কমছে।

২১ অক্টোবর দুই জঙ্গিতে নিকেশ করেছিল এজেন্সি। তবে দেহগুলিকে নিয়ে পালিয়েছে জঙ্গিরা। বাহিনী তাদের কাছ থেকে দুটি একে ৪৭, ৬টি পিস্তল, চারটি চিনা গ্রেনেড, কম্বল, পাকিস্তানের ছাপ মারা দুটো ব্য়াগ, ভারতীয় নোট, পাকিস্তানি ওষুধ ও কিছু খাবার পায়।