ODI World Cup: Netherlands Captain Scott Edwards Promises To Play Total Cricket Following Paths Of Legendary Footballer Johan Cruyff

সন্দীপ সরকার, কলকাতা: সাল ১৯৭৪। বিশ্বফুটবলে সাড়া ফেলে দিয়েছিল নতুন এক তত্ত্ব। টোটাল ফুটবল। সারা মাঠ জুড়ে কমলা ঝড়। নেতৃত্বে য়োহান ক্রুয়েফ।

ক্রিকেটেও কি এবার সেই তত্ত্ব আমদানি করতে চলেছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)? ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (Scott Edwards) কথায় সেই সুর। শনিবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নেদারল্যান্ডসের। বিশ্বকাপের অন্য়তম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের (ODI World Cup) সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছেন ডাচরা। বাংলা-যুদ্ধের আগে ডাচ অধিনায়ক আত্মবিশ্বাসী গলায় বলছেন, ‘য়োহান ক্রুয়েফ আমাদের গর্ব। আমরাও টোটাল ক্রিকেট খেলছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সবেতেই ভাল করা আমাদের লক্ষ্য। আমাদের বিশ্বাস টুর্নামেন্টে ইতিমধ্যেই ছাপ ফেলতে পেরেছি। তবে এখনও অনেকটা পথ পেরতে হবে।’

প্রোটিয়াদের হারানোর পর নেদারল্যান্ডসকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়ছে। কীভাবে সামলাচ্ছেন? এবিপি লাইভের প্রশ্নে এডওয়ার্ডস বলছেন, ‘আমরা টুর্নামেন্টটা শুরুই করেছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। মনে হয় না প্রত্যাশা আরও বেড়েছে বলে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর সময় আমাদের লক্ষ্যই ছিল, টুর্নামেন্টের প্রথম ৮ ম্য়াচের মধ্যে ৪টিতে জিতব। এবং সেমিফাইনালের যোগ্যতা অর্জনের দৌড়ে থাকব। দক্ষিণ আফ্রিকাকে হারানো ছিল সেই লক্ষ্যেরই একটি ধাপমাত্র। আমরা এখনও নিজেদের সেরা খেলাটা খেলিনি।’

পাঁচ ম্যাচে একটিমাত্র জয় ডাচদের। পয়েন্ট মাত্র ২। বাকি চার ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন, ঘোষণা করে দিচ্ছেন এডওয়ার্ডস। বলছেন, ‘আমরা বাকি চার ম্যাচে জেতার লক্ষ্য নিয়েই নামব। বাংলাদেশ ম্যাচ আমাদের কাছে বড় ম্যাচ। মাঠে নামতে মুখিয়ে রয়েছি।’

ঢাকা থেকে কলকাতা মাত্র ৪৫ মিনিটের বিমানপথ। বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে কলকাতার ভীষণ মিল। ইডেনেও সেই কারণে বাংলাদেশের ম্যাচ অনেকটা ঘরের মাঠে খেলার মতো অনুভূতি হবে বলেই মনে করা হচ্ছে। তাতে কি বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে? এডওয়ার্ডস মানছেন না। বলছেন, ‘এই মাঠ দুই দলের কাছেই নিরপেক্ষ কেন্দ্র। তাই কোনও দল বাড়তি সুবিধা পাবে বলে মনে করছি না।’

শনিবার লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর রেশ কাটার আগেই বাংলায় ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। আর সেদিন বাংলাদেশের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ডাকাবুকো ও নাছোড় এই ডাচ মনোভাবই।

আরও পড়ুন: নির্বোধ পরিকল্পনা! আলোর প্রদর্শনীতে মেজাজ হারালেন ম্যাক্সওয়েল, বিপরীত মেরুতে ওয়ার্নার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial