Pakistan vs South Africa- Match Highlights : বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার টানা ৪ হার পাকিস্তানের, ১ উইকেটে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা

<p><strong>চেন্নাই :</strong> পেন্ডুলামের মতো একাধিকবার ঘুরল ম্যাচের ভাগ্য। জেতার দিকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও পাকিস্তানের বোলারদের দুরন্ত লড়াই মেলে ধরলেন। শেষপর্যন্ত ১ উইকেটে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে নিল প্রোটিয়া। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার টানা ৪ ম্যাচে হারল পাকিস্তান। যে হারে তাদের সেমিফাইনালে ওঠার অঙ্ক কঠিন হলেও এখনও সমীকরণে অঙ্কের খাতিরে ঝুলে রইলন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। অপরদিকে, পাক শিবিরকে টেক্কা দিয়ে পঞ্চম জয়ের সুবাদে ও রান রেটের নিরীখে ভারতকে টপকে এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। যদিও প্রোটিয়াদের এটি ছিল ষষ্ট ম্যাচ। ভারত খেলেছে ৫ ম্যাচ।</p>
<p>প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আইডেন মারক্রাম ও ডেভিড মিলসারের ব্যাটিং তাণ্ডবে একসময় দারুণভাবে জয়ের পথে এগোচ্ছিল প্রোটিয়ারা। যদিও সেই সময় দুরন্ত পেস বোলিংয়ের নমুনা মেলে ধরে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে দেয় পাকিস্তান শিবির। শেষ পর্যন্ত অবশ্য ১ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।&nbsp;</p>