Sunil Gavaskar Makes Huge Prediction On Virat Kohli’s 50th ODI Century Get To Know

মুম্বই: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত ব্যাটারদের তালিকায় সর্বাধিক রানের মালিক তিনি চলতি টুর্নামেন্টে। একটি শতরান হাঁকিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। ওয়ান ডে কেরিয়ারের ৪৮ তম শতরান হাঁকিয়ে ফেলেছেন কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। অল্পের জন্য সচিন তেন্ডুলকরের ৪৯ ওয়ান ডে শতরানের নজির ছুঁতে পারেননি। তবে এরই মধ্যে কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর মনে করছেন যে এবারের বিশ্বকাপেই বিরাটের ৫০ তম ওয়ান ডে শতরান চলে আসবে। তাও আবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেই। 

এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, ”সামনেই কোহলির জন্মদিন। আর সেদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। আমার মনে হয় সেদিনই কলকাতার ইডেন গার্ডেন্সের দর্শকদের সামনেই বিরাট তার ৫০ তম ওয়ান ডে শতরান হাঁকাবে। যদি ওখানে বিরাট তাঁর শতরান হাঁকায় তাহলে অবশ্যই কলকাতার দর্শক উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাবে ওকে। গোটা স্টেডিয়ামে ওর নাম উচ্চারিত হবে। হাততালির আওয়াজে গোটা স্টেডিয়াম ভরে যাবে। এর থেকে ভাল মুহূর্ত একজন ব্য়াটারের জন্য আর কিই বা হতে পারে।”

তবে তার আগে দুটো ম্যাচে রয়েছে ভারতের। সেই ম্যাচগুলোয় সুযোগ পেলে বিরাটকে তাঁর ৪৯ তম শতরান পূরণ করতে হবে। ২৯ অক্টোবর ইংল্যান্ড ও ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচের যে কোনও একটিতে শতরান পূরণ করতেই হবে কিং কোহলিকে। 

 রমরমিয়ে চলছে বিশ্বকাপ (ODI World Cup 2023)। চলতি বিশ্বকাপে নিজের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে সেমিফাইনালে পৌঁছনোর দিকে এক পা বাড়িয়েই রেখেছে ভারত (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বও বেশ প্রশংসিত হয়েছে। এমন দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গ বলতে গিয়ে রোহিত জানান তিনি সবসময় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘খেলোয়াড়দের ম্যানেজ করার জন্য সবার প্রথমে তাদেরকে বোঝা, তাদের প্রয়োজনীয়তা জানাটা জরুরি। তারা কী পছন্দ করে, কী অপছন্দ করে সেটা জানাটা দরকার। কারণ আমরা তো দলগতভাবে একটা খেলা খেলি। এক, দুইজন নয় সকলকে নিয়ে তাই চলতে হয়। আমরা জানি যে বড় টুর্নামেন্ট জিততে সকলের অবদান প্রয়োজন। সকলের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। তাই সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখাটা জরুরি।’