Suvendu Adhikari: চুরি করেছে, তার প্রতিবাদ করেছি, এটা ষড়যন্ত্র না কি? শুভেন্দু

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রেফতারির পর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই দাবি খণ্ডন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গরিব মানুষের খাবার চুরির প্রতিবাদ করেছি। এটা ষড়যন্ত্র না কি?

শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, ‘আমরা ষড়যন্ত্র করে থাকলে ডাকাতিটা কে করেছে? বিজেপি কী ষড়যন্ত্র করেছেন? বিরোধী দলনেতা তার কাজ করেছে। ১১ – ২১ দুজন বিরোধী দলনেতা ছিল। একজন সিপিএম, একজন কংগ্রেস। তখনই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। তখন আপনারা সেটিং করে রেখেছিলেন। এখন বিজেপি আছে। বিরোধী দলনেতর সোচ্চার কণ্ঠ আছে। ৬ কোটি লোক এই চাল, গম, চিনির ওপরে বেঁচে রয়েছে। ভারত সরকার এজন্য টাকা দিচ্ছেন। মোদীজি ভারতবর্ষের ৮২ কোটি লোককে ২১ সাল থেকে বিনামূল্যে খাবার দিতে প্রতি বছর ২ লক্ষ কোটি টাকা করে খরচ করছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৬.৫ কোটি লোক রয়েছে’।

তিনি বলেন, ‘গণবণ্টন ব্যবস্থা থেকে চুরি করেছে তার প্রতিবাদ আমরা করেছি। এটা ষড়যন্ত্র না কি? তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করছে। আপনার বাকিবুর রহমান যদি ওখানে গিয়ে সব বমি করে ফেলে তার দায়িত্ব বিজেপির না কি? আমরা ষড়যন্ত্র করে থাকলে নোট বাতিলের সময় আপনার বউ আর মেয়ের ৮ কোটি টাকা এসেছে কোথা থেকে? আপনাকে ডাকাতি আর চুরি করতে কে শিখিয়েছে? আপনার মালিক, মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে আপনি সহযোগিতা করে বলে দিন, মালের দায়িত্ব আরোহীর। আমি কিচ্ছু করিনি। আমি সব তুলতাম আর ওখানে পাঠিয়ে দিতাম’।