Windows Phone: উইন্ডোজ ফোনটা বন্ধ হয়ে গেল, খুব কষ্ট হয়! জানালেন মাইক্রোসফটের সিইও

বৃন্দা জৈন

 সত্য নাডেল্লা, মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও স্বীকার করে নিলেন স্মার্টফোনের মার্কেট থেকে সরে এসে খুব ভুল হয়ে গিয়েছে। এবং এই কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে তাঁকে কতটা বেগ পেতে হয়েছিল সেটাও উল্লেখ করেন তিনি। 

সম্প্রতি বিজনেস উইন্ডারের সঙ্গে একটা সাক্ষাৎকারের মুখ খুলেছিলেন তিনি।  সেখানে তিনি স্বীকার করে নিয়েছিলেন এই যে  উইন্ডোজ ফোন ও মোবাইলের মার্কেট থেকে সরে আসা  এটা তাঁরই সিদ্ধান্ত ছিল। এটা নিয়ে তাঁকে সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

তিনি জানিয়েছিলেন, এই যে সিদ্ধান্ত আমায় নিতে হয়েছিল তাতে প্রচুর মানুষ নানা কথা বলেছিলেন। যখন আমি সিইও ছিলাম তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। পিসি, ট্যাবলেট ও ফোন নিয়ে আমরা অন্য কিছু ভাবতে পারতাম। 

এর আগে ২০১৯ সালে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসও এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। উইন্ডোজ ফোন কেন তৈরি করা হচ্ছে না তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। 

বিল গেটস সিএনবিসিকে জানিয়েছিলেন, পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির উপর আমরা জোর দিয়েছি। আমরা জানতাম যে মোবাইল ফোন খুব জনপ্রিয় ছিল। ওটাকে আমরা ইউন্ডো মোবাইল বলে ডাকতাম। তবে আমরা এই কাজ করার জন্য সবথেকে ভালো প্রযুক্তিবিদদের কাজে লাগাতে পারিনি। এটা ছিল আমাদের বড় ভুল। আমাদের কোম্পানি যে জায়গায় যেতে পারত সেটা হয়নি। আমরা মোটোরোলাকে জিততে দিয়েছিলাম, এরপর সফটওয়ার গেল অ্যানড্রয়েডের হাতে, এরপর বিশ্বজুড়ে অ্যাপেল নয় এমন মোবাইল ফোন অপারেটিং সিস্টেম উঠে এল। 

কিন্তু এতসব কিছুর পরেও সবথেকে বড় প্রশ্ন হল মাইক্রোসফট কেন উইন্ডোজ ফোন বন্ধ করে দিল? 

Windows Phone 7 অপারেটিং সিস্টেম চালু হয়েছিল ২০১০ সালে। এটা ছিল প্রথম উইন্ডোজ ফোন। প্রথমদিকে এটা বাজারে ভালোই সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু পরে এই ফোনের প্রতি মানুষের আগ্রহ ক্রমেই কমতে থাকে। মাইক্রোসফট এটার মডেল বদলানোর চেষ্টা করে। কিন্তু প্রতিযোগীদের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না ফোনটি। ঘটনাচক্রে ২০১৭ সালে উইন্ডোজ ফোন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মানে সাত বছরেই ইতি পড়া শুরু করল যাত্রায়। এরপর ২০২০ সালের ১৪ জানুয়ারি এই মাইক্রোসফট ফোন পুরোপুরি বন্ধ হয়ে গেল।