Durga Puja Carnival: ‘কার্নিভাল হবে, ধরনা নয়’, চাকরিপ্রার্থীদের বলল পুলিশ, অন্য চিন্তায় পুজোকর্তারা

শুরু হয়ে শেষও হল আরও একটি বছরের দুর্গাপুজো। তবে উৎসবে গা ভাসিয়ে না দিয়ে আন্দোলনের জমি আকড়ে পড়ে ছিলেন চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় গান্ধী মূর্তি এবং মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধরনায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে আজকে রেড রোড দিয়ে পুজোর কর্নিভাল হবে। এই আবহে চাকরিপ্রার্থীরা আজ ধরনায় বসতে পারবেন না বলে জানিয়ে দিল পুলিশ। এই নিয়ে আন্দোলনকারীদের কাছে একটি ইমেল পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই আজ চাকরিপ্রার্থীদের ধরনা দিতে বারণ করা হয়েছে। এদিকে পুলিশের ইমেল পেয়ে অধিকাংশ সংগঠনই জানিয়েছে, তারা আজকে ধরনায় বসবেন না। (আরও পড়ুন: পুজো কার্নিভালের জন্য চলবে ৯ জোড়া অতিরিক্ত রেক, আজ রাতে কতক্ষণ চলবে মেট্রো?)

এর আগে পুজোর সময় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাম নেতাকে চাকরিপ্রার্থীরা জানান, যা নিয়ে তাঁদের লড়াই চলছিল তা চলবে। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁদের হকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। চুরি করে বিক্রি করা হয়েছে। এই অবস্থায় প্রার্থীরা চাইছেন তাঁদের সমস্যার সমাধান করা হোক। এদিকে পুজো শেষ হয়ে বিসর্জবের সুর বেজেছে। তবে চাকরিপ্রার্থীদের মুখে এখনও ফুটল না হাসি।

এদিকে আজকের কার্নিভালের আগে চিন্তায় আছেন পুজোকর্তারা। জানা গিয়েছে, আজকের কার্নিভালে মোট ৯৬টি পুজো অংশ নেবে। বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে ভাসান শোভাযাত্রা। প্রসঙ্গত, এর আগের কার্নিভালে পুজোগুলির কোনও ক্রমতালিকা থাকত না। তবে এবারের কার্নিভালে আসছেন বিভিন্ন দেশের কূটনীতির। ইউনেস্কোর প্রতিনিধিরাও আমন্ত্রিত আজকের কার্নিভালে। এর আগে যে আগে আসত, তারা আগে কার্নিভালে অংশ নিয়ে বিসর্জনের জন্য ঘাটে চলে যেত। তবে এবারে কোন পুজো কমিটি কত নম্বরে যাবে, তা নির্দিষ্ট করে বলা হয়েছে তালিকায়। এদিকে অনেক পুজোর নম্বর পরের দিকে থাকলেও সকাল ১০টাতে পৌঁছে যেতে বলা হয়েছে রেড রোডে। এই আবহে কোনও পুজো যদি নিজের সময়ের আগে বা পরে আসে, তাহলে সেই পুজোর প্রতিমাকে সিরিয়ালে আনতে কী করা হবে, তা ভেবেই মাথায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের।