Indian Hockey Team Colts Secure Victory Over Malaysia In Sultan Of Johor Cup

জহর বাহরু: মালয়েশিয়াকে তাদেরই ঘরের মাঠে ৩-১ হারাল ভারতীয় হকি দলের (Indian Hockey Team) ছোটরা। এই দুরন্ত জয়ের সুবাদে সুলতান অফ জহর কাপের (Sultan of Johor Cup) পুল ‘এ’-তে শীর্ষে শেষ করল ভারতীয় দল। ১৩ মিনিটে মালয়েশিয়াকে গোল করে এগিয়ে দেন সুহাইমি ইরফান। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভারতীয় দল। ম্যাচের ২৮ মিনিটে আদিত্য লালাগে, ৩৭ মিনিটে অমনদীপ লাখরা এবং ৫৪ মিনিটে রোহিতের গোলে জয় সুনিশ্চিত করে ভারতীয় দলের ছোটরা।

ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৩-৩ স্কোরলাইনে ড্র করে। তাই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে মাঠে নামেন ভারতীয়রা। প্রথম কোয়ার্টারে ভারতীয় দল দারুণ খেলছিল। ফরোয়ার্ড অঙ্গদ বীর সিংহ এবং আদিত্য ভারতের হয়ে গোলের একাধিক সুযোগ তৈরি করেন। দুইটি পেনাল্টি কর্নারও পায় ভারতীয় দল। তবে মালয়েশিয়া গোলরক্ষক রাফিজুল মহম্মদ ভারতকে গোল করা থেকে রুখে রাখেন।  

ভারতীয় দল তো গোল করতে পারেই না, উপরন্তু গোল হজমও করতে হয় তাদের। শেষমেশ ২৮ মিনিটে ভারতীয় দল সাফল্য পায়। বিষ্ণুকান্তের পাস থেকে গোল করেন আদিত্য। প্রথমার্ধ শেষ হয় সমতায়। মালয়েশিয়া তৃতীয় কোয়ার্টারটা দুরন্তভাবে শুরু করে। শুরুতেই পেনাল্টি কর্নার পেয়ে যায়। তবে জমাট ভারতীয় রক্ষণ সেই আক্রমণ প্রতিহত করে। ৩৭ মিনিটে গণ্ডির মধ্যে উত্তমের দুরন্ত দক্ষতা ভারতকে পেনাল্টি কর্নার এনে দেয়। লাখরা গোল করতে কোনও ভুলব করেননি। ম্যাচে প্রথমবার লিড পায় ভারতীয় দল।

ভারত এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ঝাঁঝ কমেনি। উত্তম উইং ধরে আক্রমণ করতে থাকেন। তবে তৃতীয় কোয়ার্টারে আর কোনও গোল হয়নি। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ভারত শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায়। আদিত্য ম্যাচের ৫০তম মিনিটে গোল করার বড় সুযোগ পান তবে মালয়েশিয়া গোলরক্ষক তা প্রতিহত করেন। ভারত প্রতিনিয়ত আক্রমণের সুফল অবশেষে পায়। ম্যাচ শেষ হওয়ার মিনিট সাতেক আগে গুরজ্যোত ভারতকে পেনাল্টি কর্নার এনে দেন। রোহিত সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে ম্যাচে ভারতের জয় সুনিশ্চিত করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অনুরাগীদের আগ্রহ তুঙ্গে, বিশ্বকাপের দর্শকসংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ, জানালেন জয় শাহ