Jyotipriya Mullick Arrest: বালুর কালো কারবারের হদিশ পেতে এখন ED-র হাতিয়ার মেরুন ডায়েরি

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইডির হাতিয়ার এখন মেরুন ডায়েরি। সেই ডায়রিতেই লেখা রয়েছে জ্যোতিপ্রিয়র কালো কারবারের যাবতীয় লেখাজোকা। এমনই দাবি করছেন ইডির গোয়েন্দারা। কবে কাকে কত টাকা দেওয়া হয়েছিল তা নিজে হাতে মেরুন ডায়েরিতে লিখতেন জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস।

বুধবার হাওড়ায় অভিজিৎ দাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। ২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পরে জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক নিযুক্ত হন অভিজিৎবাবু। তাঁর হেফাজত থেকে উদ্ধার হওয়া ওই ডায়েরিতে রয়েছে অবৈধ লেনদেনের যাবতীয় হিসাব। এমনই দাবি করেছে ইডি। ইডির দাবি, কবে, কাকে, কত টাকা দেওয়া হয়েছে। কী ভাবে টাকা দেওয়া হয়েছে। এমনকী বিলের নম্বর পর্যন্ত লেখা রয়েছে সেখানে। টাকা গিয়েছে বালুদার কাছে, সেকথাও লেখা রয়েছে সেখানে। ইডির দাবি, এই ডায়েরি খতিয়ে দেখলে রেশন বণ্টন দুর্নীতির নকসা আরও স্পষ্টভাবে বোঝা যাবে।

এছাড়া বৃহস্পতিবার থেকে টাকা ২১ ঘণ্টা জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালিয়ে মন্ত্রীর ২টি মোবাইল ফোন, ২টি কোম্পানির ২টি রবার স্ট্যাম্প ও ১ লক্ষ নগদ উদ্ধার করেছে ইডি। যে ২ সংস্থার রবার স্ট্যাম্প উদ্ধার হয়েছে তার সঙ্গে মন্ত্রীমশাইয়ের সম্পর্ক কী তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। বিধাননগরের বাড়িতে প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁরে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর আগে এই দুর্নীতিতে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ED.