আবগারি দফতরের হাত থেকে বাঁচতে DVC খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ চোলাই কারবারি

চোলাই তৈরির সময় আবগারি দফতরের কর্মীদের তাড়া খেয়ে ক্যানালে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক বৃদ্ধ। নিখোঁজের নাম গণেশ মল্লিক। ঘটনা পূর্ব বর্ধমানের সোহড়া বাজার লাগোয়া ফকিরপুরের। নিখোঁজের সন্ধানে DVC ক্যানালে তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স। ঘটনাস্থলে রয়েছেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোহড়া বাজার এলাকায় ডিভিসি ক্যানালের পাশে বেশ কয়েকটি চোলাইয়ের ভাটি রয়েছে। সেখানে তৈরি চোলাই ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার রাতে ফাঁকা মাঠে ক্যানালের পাশে সেই ভাটিগুলিতে অভিযান চালায় আবগারি দফতর। আবগারি দফতরের কর্মীদের দেখেই ভাটি ফেলে পড়ি মরি করে পালাতে শুরু করেন চোলাই কারবারিরা। কিন্তু বৃদ্ধ গণেশ বাবু আর পালাতে পারেননি। আবগারি দফতরের কর্মীদের হাত থেকে বাঁচতে ক্যানালে ঝাঁপ দেন তিনি। তার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিল ডিফেন্স। জলে নামে উদ্ধারকারী নৌকা। শুরু হয় তল্লাশি। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত গণেশবাবুর কোনও খোঁজ পাওয়া যায়নি। আবগারি দফতর সূত্রে খবর, শনিবারও ওই এলাকায় তল্লাশি চালাবে তারা।