গোয়েন্দা প্রধানের সমালোচনা করে দুঃখ প্রকাশ নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা প্রধানের সমালোচনা করে বলেছেন, ৭ অক্টোবর হামাস যে বড় আকারের হামলার পরিকল্পনা করছে এই বিষয়ে তাকে কখনও সতর্ক করা হয়নি। রবিবার যোগাযোগমাধ্যম এক্স-এ এমন মন্তব্য পোস্ট করার পর অবশ্য নিজের অবস্থান থেকে তিনি সরে গেছেন। পোস্টটি মুছে ফেলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু পোস্টটি করেছিলেন ইসরায়েলের সময় রবিবার রাত ১টার দিকে। এরপর তার যুদ্ধকালীন মন্ত্রিসভায় ক্ষোভের জন্ম দেয়। দেশের দক্ষিণাঞ্চলের হামাসের হামলায় গোয়েন্দা ও অপারেশনাল ব্যর্থতার দায় তিনি স্বীকার না করায় এমনিতেই জনগণ তার ওপর ক্ষুব্ধ।

হামলার ঘটনায় সেনাবাহিনীর প্রধান, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট, অর্থমন্ত্রীসহ শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন, ব্যতিক্রম কেবল নেতানিয়াহু। তিনি কোনও দায় নেননি।

তিনি শুধু বলেছেন, কঠিন প্রশ্ন জিজ্ঞেস করার সময় আসবে, এর মধ্যে তিনিও থাকবেন। কিন্তু তা যদ্ধের পরে, এখন নয়।

নেতানিয়াহুর এই মন্তব্যের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, আমরা এখন যুদ্ধে লিপ্ত, আমাদের মনোযোগ এখন যুদ্ধ।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের হামলার ঘটনা নিয়ে তদন্ত হবে। কিন্তু এখন মূল মনোযোগ সংঘাতের ওপর।

নেতানিয়াহুর মুছে ফেলা পোস্টে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের যুদ্ধের অভীপ্রায় সম্পর্কে কোনও সময় বা পর্যায়ে সতর্ক করা হয়নি। বিপরীতে সেনা গোয়েন্দা সংস্থা ও শিন বেট-এর প্রধানসহ গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছিলেন হামাসকে নিরুৎসাহিত করা গেছে এবং তারা একটি সমঝোতায় আগ্রহী।

এই পোস্ট মুছে দেওয়ার ১০ ঘণ্টা পর নেতানিয়াহু অবস্থান পাল্টে লিখেছেন, আমি ভুল করেছিলাম। এই মন্তব্য করা উচিত হয়নি এবং এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও লিখেছেন, গোয়েন্দা সংস্থার সব শাখার প্রধানের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।