‘বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ চালায়’

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি নেওয়ার পরও বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ ও পুলিশকে হত্যা করেছে। এ ঘটনার দায় দলটির শীর্ষস্থানীয় নেতারা এড়াতে পারে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

রবিবার (২৯ অক্টোবর) ডিএমপি পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, বিএনপি কোথায় সমাবেশ করবে, কত লোক হবে, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে-এসবের পুরো তথ্য লিখিতভাবে ডিএমপি কমিশনারের কাছে দিয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সব বিষয়ে নজর রাখছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে আঘাতের পর তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও চালানো হয়েছিল। এসব ঘটনায় বিএনপির শীর্ষ নেতা থেকে সব পর্যায়ে নেতারা জড়িত।’

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আরও বলেন, ‘এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবাইকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’