Illegal Migrants: হাজার হাজার ভারতীয় অবৈধভাবে প্রবেশ করেছেন আমেরিকায়, রইল একবছরের চমকে দেওয়া হিসাব

আদর্শ কুমার গুপ্তা

ভারতীয়দের একাংশের মধ্যে আমেরিয়ায় অবৈধভাবে প্রবেশ করার ঘটনা ক্রমশ বাড়ছে বলে খবর। ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবরই প্রকাশিত হয়েছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তরফে বলা হয়েছে, প্রায় ৪২,০০০ শরনার্থী ভারতীয় আমেরিকার দক্ষিণের সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই দেশে প্রবেশ করেছে বলে খবর। গত বছরের অক্টোবর মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই হিসাব মিলেছে।

তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল আগের আর্থিক বছরে যে পরিস্থিতি ছিল তার থেকে এবার কার্যত দ্বিগুণ সংখ্য়ক ভারতীয় আমেরিকায় প্রবেশ করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, আমেরিকায় প্রবেশের পরে ভারতীয়দের অনেকেই বর্ডার পেট্রলের হাতে ধরা পড়ে। এরপর অ্যাসাইলামে চলে যায়। আসলে অনেক ক্ষেত্রে পরিচিতদের অনুকরণ করে তারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করে। মূলত কাজের সন্ধানে আর ভালো একটা জীবনের সন্ধানে তারা আমেরিকায় চলে যান।

অনেকে আবার ট্রাভেল এজেন্ট ও পাচারকারীদের সহায়তায় তারা আমেরিকায় প্রবেশের চেষ্টা করেন। এমনকী বর্ডার পার করিয়ে দেওয়ার নাম করে ট্রাভেল এজেন্ট ও পাচারকারীরা প্রচুর অর্থ দাবি করে। মূলত একটা উন্নত দেশের হাতছানিকে এড়াতে পারেন না বহু ভারতবাসী। কোনওরকমে আমেরিকায় যেতে পারলেই উন্নত জীবন এমনটাই ভাবেন অনেকে।

তবে শুধু ভারত থেকে নয়, গোটা বিশ্ব থেকেই অবৈধ শরনার্থীরা আমেরিকায় প্রবেশের চেষ্টা করেন। গোটা বিশ্ব থেকে প্রায় দুই মিলিয়ন মানুষকে ২০২৩ আর্থিক বছরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

মাইগ্রেসন পলিসি ইনস্টিটিউটের গবেষক কলিন পুতজেল কাভানাউ জানিয়েছেন, গোটা বিশ্বজুড়েই এই মাইগ্রেসন হয়ে থাকে। আমরা দেখেছি অন্যান্য দেশ থেকে প্রচুর মানুষ মার্কিন সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশ করেন। এদিকে এর আগে মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস , ইকুয়েডর থেকে মানুষ আমেরিকায় যাওয়ার চেষ্টা করতেন। তবে এবার দেখা যাচ্ছে, ভারতীয়রাও কার্যত অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছেন। একাধিক রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে।

এদিকে এভাবে অবৈধভাবে অনুপ্রবেশের প্রবণতা বাড়তে থাকায় যাঁরা বৈধভাবে আমেরিকায় যাওয়ার চেষ্টা করছেন তাঁদের ভিসা জনিত সমস্যা তৈরি হচছে। ভিসা ও গ্রিন কার্ডের জন্য় ওয়েট টাইমও ক্রমেই বাড়ছে।