Jyotipriya Mallick Latest Update: আজ হাসপাতালে জ্যোতিপ্রিয়কে দেখতে যেতে পারে ইডি, কিন্তু কেন?

রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এরপর তাঁকে আদালতে পেশ করা হলে ইডি হেফাজতে পাঠান বিচারক। তবে সেই রায় শুনেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। এই আবহে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। এই আবহে রবিতে হাসপাতেল জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে যেতে পারেন একজন ইডি কর্তা। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সূত্রে। এদিকে জানা গিয়েছে, শনিবার জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল আছেন। তবে আগামী সোমবার পর্যন্ত হাসপাতালেই থাকতে হতে পারে মন্ত্রীকে।

রিপোর্ট অনুযায়ী, জ্যোতিপ্রিয়র কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে সোমবার। এদিকে গতকালই জ্যোতিপ্রিয়র রক্ত পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই সবই স্বাভাবিক বলে জানা গিয়েছে। এই আবহে কেন জ্যোতিপ্রিয় অজ্ঞান হয়ে পড়েছিলেন, তার খোঁজে আরও পরীক্ষা চালাবেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সোমবার জ্যোতিপ্রিয় মল্লিকের ‘টিল্ট টেস্ট’ করা হতে পারে। মন্ত্রীর হৃদরোগের কোনও সম্ভাবনা আছে কি না, তা জানতেই এই টেস্ট করা হবে। এদিকে ইতিমধ্যেই তাঁর ‘হল্টার মনিটরিং’ শুরু করা হয়েছে। হৃদস্পন্দন কোন মাত্রায় রয়েছে সেটা পরীক্ষার জন্য এই হল্টার মনিটরিং করা হয়।

জানা গিয়েছে, সোমবার জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট ব্যাঙ্কশাল কোর্টে জমা দিতে হবে ইডিকে। আর তাই রবিবার কোনও ইডি কর্তা হাসপাতালে গিয়ে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পারে বলে জানা যাচ্ছে। এমনিতে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয়র হাইপারগ্লাইকেমিয়া (ডায়াবিটিস), রেনাল ইমপেয়ারমেন্ট (কিডনির অসুখ), ডাইসিলেকট্রোলিটেমিয়া রয়েছে। এছাড়া হাইপারটেনশনও রয়েছে মন্ত্রীর। এই আবহে হৃদযন্ত্রের পাশাপাশি জ্যোতিপ্রিয়র ডায়াবিটিস এবং মেরুদণ্ডের পরীক্ষাও করানো হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে বিচারক ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই আদালতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় পড়ে যাওয়ার পরে তাঁকে নিয়ে গিয়ে বসানো হয় বিচারকের চেম্বারে। এর পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর ইডি হেফাজত মকুবের আবেদন করেন মন্ত্রীর আইনজীবীরা। তবে তাতে কোনও কাজ হয়নি। জ্যোতিপ্রিয়কে তারা কম্যান্ড হাসপাতালে ভরতি করতে চায় বলে জানায় ইডি। তবে পরে বালুর পরিবারের ইচ্ছাতে বেসরকারি হাসপাতালেই ভরতি করা হয় জ্যোতিপ্রিয়কে। সেখানেই জ্যোতিপ্রিয়কে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভরতি করা হয়। পরে আদালত জানায়, বেসরকারি হাসপাতালে ভরতি থাকার সময়কাল ইডি হেফাজতের মধ্যে গণ্য হবে না।