Self Defence: রোমিওরা সাবধান! ইভটিজারদের ঠান্ডা করতে এবার সংখ্যালঘু তরুণীদেরও প্রশিক্ষণ

রুচির কুমার

এবার রাস্তার রোমিওদের ঠান্ডা করতে অন্তত ৬০জন তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিহারের দ্বারভাঙাতে ২৩০জন সংখ্য়ালঘু তরুণীর মধ্যে ৬০জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ৩-৫ নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শিবির করা হবে। কাটিহারে হবে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ। সেখানে ৭-৯ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ শিবির হবে। রবিবার একথা জানিয়েছেন এক আধিকারিক।

গয়া, ভাগলপুর সহ রাজ্যের অন্তত চারজেলায় হস্টেলে থাকা আবাসিকদের নিয়ে এই তিন দিনের প্রশিক্ষণ শিবির। যারা সরকারি হস্টেলে থাকে তাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির হবে। স্পোর্টস ও ফিজিকাল এডুকেশন বিষয়ক দিল্লির একটি সংস্থার রাজ্য প্রধান শশাঙ্ক সিং এনিয়ে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, গয়া ও ভাগলপুরে কবে প্রশিক্ষণ হবে সেটা জানিয়ে দেবে সংশ্লিষ্ট বিভাগ।

তিনি জানিয়েছেন,আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত রাস্তার ধারে অনেক সময় রোমিওরা মহিলাদের বিরক্ত করে। এবার তাদের শায়েস্তা করতে এই উদ্যোগ। মার্শাল আর্ট, জুডো, কারাটের মতো কসরত না জেনেও এবার ওই রোমিওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। সেটাই শেখানো হবে এবার।

এক কমব্যাট ট্রেনার জানিয়েছেন, আমরা মহিলাদের বয়স, ওজন নির্বিশেষে তাদেরকে আত্মরক্ষার কলা কৌশল শেখাব। তিনি ইতিমধ্য়েই অন্তত ৫৫,০০০জনকে প্রশিক্ষিত করেছেন। তার মধ্য়ে দিল্লি পুলিশের লোকজন, ইন্ডিয়ার আর্মির জওয়ানরা, কমান্ডোরা, উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, উত্তরাখণ্ড পুলিশকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। এবার তিনিই বিহারের বিভিন্ন সরকারি হস্টেলের তরুণীদের প্রশিক্ষণ দেবেন বলে খবর।

গত মাসে পাটনাতেও এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।