এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ পদত্যাগপত্র জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে জমা দেন।

পদত্যাগপত্রে এস এম আল মামুন উল্লেখ করেন, আমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার পারিবারিক/ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছি না। উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এস এম আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। গতবারও আমি মনোনয়ন চেয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান থাকার কারণে দল আমাকে মনোনয়ন দেয়নি। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে আজ জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি দীর্ঘদিন উত্তর জেলা যুবলীগের সভাপতি ছিলাম। এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আশা করছি দল আমার অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহিনা সুলতানা বলেন, ‘এ ধরনের পদত্যাগপত্র এখনও আমার টেবিলে আসেনি। হয়তো বিভাগীয় কমিশনার স্যারের কাছে আছে। সেটি গৃহীত হওয়ার পর আমার কাছে আসবে।’