জেরক্সের কাজ হবে বলে ঘর ভাড়া নিয়েছিল যুবক, পুলিশ পৌঁছতেই জানা গেল অন্য গল্প

মুর্শিদাবাদের ধূলিয়ানে অবৈধ লটারির টিকিট ছাপানোর কারখানার হদিশ পেল পুলিশ। রবিবার রাতে সামসেরগঞ্জ থানার পুলিশ গিয়ে লটারির টিকিট ছাপানোর মেশিন ও প্রচুর অবৈধ লটারি উদ্ধার করে। এই চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের যোগ রয়েছে জানা গিয়েছে।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধূলিয়ানের শিব মন্দির এলাকায় হানা দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ। সেখানে একটি গুদামের মধ্যে চলছিল অবৈধ লটারি ছাপানোর কাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি অনুমোদন না নিয়ে কর ফাঁকি দিয়ে লটারি সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। ধূলিয়ান থেকে কয়েক কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গে লটারি ছাপিয়ে ঝাড়খণ্ডে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।

গুদাম থেকে বেশ কয়েকটি জেরস্ক মেশিন, এসি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও পলাতক অবৈধ লটারি কারবারী। অবৈধ লটারি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

সামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, এই লটারি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তর সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে।