দিনাজপুরে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ২ পুলিশ আহত

দিনাজপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করেছে। তবে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার পুলহাট রূপম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের গাড়িচালক কনস্টেবল দীপক ও কনস্টেবল অচিন্ত।

জানা গেছে, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি রূপম মোড়ের দিকে আসলে সেখানে আগে থেকেই হরতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পরে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘটনার সময় বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার আইনি পদক্ষেপ গ্রহণসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।