প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, শুটআউটে আতঙ্কিত আসানসোল

আসানসোলে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। আজ, সোমবার আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির সংলগ্ন দু’‌নম্বর জাতীয় সড়কের উপর এক হোটেলের সামনে ভরদুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দেদার গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ীর নাম দীনেশ ঘড়াই। তিনি রূপনারায়ণপুর টোল প্লাজার মালিক।

এদিকে আজ চন্দ্রচূড় মন্দিরের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। তাঁরা মোটরবাইকে ছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। দীনেশ ঘড়াই এই ঘটনার পর জানান, গাড়ি করে খাবার নিতে যাওয়ার সময় কয়েকজন মোটরবাইক নিয়ে তাঁর সামনে পথ আটকে দাঁড়ায়। গাড়ি থামাতে বলে চিৎকার করে। আর তারপরই তাদের মধ্যে একটি মোটরবাইকে থাকা দু’‌জন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায়। দীনেশবাবু গাড়ির সিটের তলায় লুকিয়ে পড়লে গাড়ির কাচ ফুটো করে বুলেট বাইরে বেরিয়ে যায়। গুলি তাঁর গায়ে স্পর্শ করেনি। তিন চার রাউন্ড গুলি চালায় তারা। তবে তার গাড়িতে একটি গুলি লাগে। আর তিনি কোনওরকমে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে ভরদুপুরে গুলির শব্দে কেঁপে ওঠে আসানসোলের এলাকা। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মানুষজন ভয়ে সিঁটিয়ে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন পথচারীরাও। গুলি চালিয়ে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইক নিয়ে এসেছিল আততায়ীরা। চলন্ত অবস্থায় ব্যবসায়ী দীনেশের গাড়িতে মোটরবাইক দিয়ে প্রথমে ধাক্কা মারা হয়। তারপর পথ আটকে গাড়িটি থামিয়ে দেওয়া হয়। কিন্তু গাড়ি সেখান থেকে বের করার চেষ্টা করলে আততায়ীরা গুলি চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনার পিছনে জমি মাফিয়াদের হাত রয়েছে।

আরও পড়ুন:‌ দুর্গাপুজোয় কয়েকশো কোটি টাকা উপার্জন আবগারি দফতরের, উঠল মদ্যপানের ফোয়ারা

আর কে, কী বলছেন?‌ এছাড়া পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী দীনেশ ঘড়াই। শুধু টোলপ্লাজার ব্যবসা নয়, ঝাড়খণ্ডে পাথরের ব্যবসাও আছে তাঁর। পুরনো শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে ব্যবসায়ী দীনেশবাবুর বক্তব্য, ‘‌কারও সঙ্গে আমার শত্রুতা নেই। তবে কি কারণে আমার উপর গুলি চালানো হল বুঝতে পারছি না। গোটা ঘটনা আমার কাছেও ধোঁয়াশা পূর্ণ।’‌ আর এলাকার কাউন্সিলর অর্জুন মাঝি বলেন, ‘‌জমি মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে। কারণ কিছু জমি মাফিয়া মিলে অবৈধভাবে এলাকার জমি দখলের কাজ করছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করলে আন্দোলন করবো। গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে আসানসোল উত্তর থানায়।’‌