Goutam Pal: রক্ষাকবচ দিল না সুপ্রিম কোর্ট, OMR দুর্নীতিতে রাতের ঘুম উড়ল গৌতম পালের

OMR শিট কারচুপি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালকে রক্ষাকবচ দিল না সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গৌতমবাবু। এর ফলে তাঁর উদ্বেগ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

OMR শিট দুর্নীতিতে গত ১৮ অক্টোবর গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলায় ওই দিনই পর্ষদ সভাপতি গৌতম পাল ও পর্ষদের সচিব পার্থ কর্মকারকে জেরা করতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেন তিনি। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, সম্পাদনাযোগ্য ডিজিটাল ডেটা শিটকে ১ বছর ধরে ডিজিটাইজড কপি বলে দাবি করে আসছে পর্ষদ। এটা কোনও ভাবেই ডিজিটাইড কপি হতে পারে না। কেন পর্ষদ মিথ্যা দাবি করে আসছিল তা জানতে সভাপতিকে আজই জেরা করতে হবে। সঙ্গে পর্ষদ সচিবকেও জেরা করবে সিবিআই। ওই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ দু’জনকেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। এমনকী প্রয়োজন হলে সিবিআই তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে বলেও নির্দেশ দেয় আদালত। গ্রেফতারি এড়াতে সেদিন ২ জনেই সিবিআই দফতরে হাজিরা দিলেও পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান গৌতমবাবু।

সোমবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। সেখানে তাঁর আইনজীবী দাবি করেন, দুর্নীতি যখন হয়েছে তখন গৌতমবাবু পর্ষদের সঙ্গে যুক্তই ছিলেন না। ফলে তাঁকে জেরা করার প্রয়োজনীয়তা কী? কিন্তু তার পরও গৌতমবাবুকে কোনও রক্ষাকবচ দেয়নি সুপ্রিম কোর্ট। এব্যাপারে তাদের বক্তব্য জানতে চেয়ে সিবিআইকে নোটিশ পাঠিয়েছে আদালত।