Madrasas: সীমান্ত লাগোয়া ৪০০০ মাদ্রাসা এবার সিটের নজরে, বিদেশি ফান্ডিং নিয়ে কী করে ওরা?

অনুপম শ্রীবাস্তব

মাদ্রাসায় কি বিদেশি ফান্ডিং করা হয়? এবার এনিয়ে স্পেশাল ইনভেসটিগেশন টিম তদন্তে নামল। ভারত নেপাল সীমান্ত লাগোয়া প্রায় ৪,০০০ মাদ্রাসা এবার সিটের নজরে। বিদেশি ফান্ডিংয়ের মাধ্যমে এই মাদ্রাসাগুলি শাখাপ্রশাখা মেলছে কি না সেটা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ সিট।

এই সিটের তদন্তকারী টিমে রয়েছে, এডিজি এটিএস মোহিত আগরওয়াল, এসপি সাইবার ক্রাইম ডঃ ত্রিবেণী সিং ও ডিরেক্টর অফ মাইনরিটি ওয়েলফেয়ার জে রিভা এই তদন্তকারী টিমে রয়েছে। আগামী ৩০ অক্টোবর এনিয়ে ফের মিটিং ডাকা হয়েছে।

ডিরেক্টর অফ মাইনরিটি ওয়েলফেয়ার জে রিভা জানিয়েছেন, তিন সদস্যের সিট তৈরি করা হয়েছে। রাজ্যসরকার এটা তৈরি করেছে। যে সমস্ত জায়গাগুলি থেকে মাদ্রাসাগুলি অর্থ সহায়তা পেয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বিদেশ থেকে ফান্ডিং এসেছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্ত রেকর্ড পাওয়ার পরেই সিট পরবর্তী পদক্ষেপ নেবে।

ইউপি স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, এই মাদ্রাসাগুলির কাছে ধারাবাহিকভাবে বিদেশি ফান্ডিং এসেছে বলে মনে করা হচ্ছে। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে এই সীমান্ত এলাকা লাগোয়া মাদ্রাসাগুলির কাছে বিদেশি ফান্ডিং এসেছিল বলে সমীক্ষায় ধরা পড়ে। এরপর এনিয়ে নড়েচড়ে বসে ইউপি সরকার। উত্তরপ্রদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ডঃ ইফতিকার আহমেদ জাভেদ জানিয়েছেন, সিট তৈরি করা হয়েছে বলে আমাকে বলা হয়েছিল। রাজ্যের মধ্যে বিভিন্ন মাদ্রাসায় বিদেশি ফান্ডিং হয়েছে বলে খবর এসেছিল। তবে সিট যে তদন্ত করছে তার পাশে রয়েছে সিট। এটিএস যে তথ্য় চাইছে তা সরবরাহ করার ব্যাপারে বলা হয়েছে। আমি আশাবাদী সংখ্যাগরিষ্ঠ মাদ্রাসাগুলি দেশকে ভালবাসে। তাদের উচিত এই তদন্তে সহযোগিতা করা।