ODI World Cup 2023: Shakib Al Hasan Sets New Target Before The Team Ahead Of Clash Against Pakistan At Eden Gardens

সন্দীপ সরকার, কলকাতা: আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে রবিবার। এবারের বিশ্বকাপে (ODI World Cup) পয়েন্ট টেবিলে প্রথম সাতে থাকা সাত দল ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) যোগ্যতা অর্জন করবে। আর অষ্টম দেশ হিসাবে খেলবে আয়োজক পাকিস্তান (Pakistan Cricket Team)।

এবং চলতি বিশ্বকাপে যা পরিস্থিতি, তাতে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখার সম্ভাবনা ক্ষীণ। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছেন জস বাটলাররা। চাপে রয়েছে বাংলাদেশও। পয়েন্ট টেবিলের ন’নম্বরে রয়েছেন শাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে শাকিবদের। মঙ্গলবার সেই ইডেনেই বাংলাদেশের সামনে পাকিস্তান। শেষ চারের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর অধিনায়ক হিসাবে দলকে উদ্বুদ্ধ করছেন কীভাবে?

সোমবার সাংবাদিক বৈঠকে এবিপি লাইভের প্রশ্ন শুনে শাকিব শোনালেন, কোণঠাসা পরিস্থিতিতে নতুন লক্ষ্য সাজিয়েছেন নিজেদের সামনে। বললেন, ‘আমাকে কিছু বলতে হয়নি। গোটা দল জানে তাদের কী করতে হবে। আমাদের জিততে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করার জন্য। সেটাই একটা মহা গুরুত্বপূর্ণ লক্ষ্য যেটা আমরা নিজেদের সামনে রাখছি। তার জন্য আমাদের সামনে ম্যাচ জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই। সেটাই করার জন্য মুখিয়ে রয়েছি।’

শাকিবের শরীরী ভাষাও এদিন বেশ ফুরফুরে ছিল। সাংবাদিক বৈঠকে হাসছেন, গুন গুন করে গান গাইছেন। একবার তো বলেও ফেললেন, ‘মাঝে মধ্যে হাসা আসলে ভাল।’                                   

চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের শর্তের ব্যাপারে কবে জানলেন? শাকিব বলছেন, ‘বিশ্বকাপ খেলতে নামার ঠিক আগে।’ আপাতত ৬ ম্য়াচ খেলে ২ পয়েন্ট বাংলাদেশের। বাকি তিন ম্য়াচের তিনটিই জিতলে ৮ পয়েন্টে শেষ করবেন শাকিবরা। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন সম্ভব। ঘনিষ্ঠ মহলে শাকিব ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন বলে বাংলাদেশ শিবির সূত্রে খবর। আপাতত সেই স্বপ্নই বাস্তবায়নের লক্ষ্যে সংকল্প করছেন শাকিব।

আরও পড়ুন: ODI World Cup Exclusive: ইডেনে তারস্বরে গান শুনে ক্ষুব্ধ পাক শিবির, বাবরদের আপত্তিতে বন্ধ হল মিউজ়িক সিস্টেম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial