Sukanta Majumder: তৃণমূল নয়, বাকিবুরকে ‘চুরি করতে’ শিখিয়েছে কে? খোলসা করলেন সুকান্ত

বাকিবুর রহমানকে চুরি করতে শিখিয়ে বামফ্রন্ট সরকার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। তাঁর দাবি, নিজেদের কীর্তি প্রকাশ্যে চলে আসবে বুঝেই রেশন দুর্নীতির প্রতিবাদে আগেভাবে পথে নেমেছে সিপিএম।

এদিন সুকান্তবাবু বলেন, ‘সিপিএম বুঝতে পেরে গেছে যে বাকিবুরের কেস যত খোঁড়া হবে তত তাদের নাম উঠে আসবে। সেজন্য তারা সবার আগে মিছিল করতে নেমে গেছে। লক্ষ্মীপুজোর দিনও মিছিল করছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি’।

তাঁর দাবি, ‘সিপিএম সরকারের সময় কোটা বাঁধা ছিল। তাতে খাদ্য দফতর ছিল ফরওয়ার্ড ব্লকের হাতে। বাকিবুর রহমানকে চুরি করতে শিখিয়েছিল ওই সময়ের খাদ্যমন্ত্রী’।

সুকান্তবাবু বলেন, ‘আমরা হিসাব করে দেখতে পাচ্ছি বাকিবুর ২টো মিলে ৫০ হাজার মেট্রিক টন আটার বরাত পেয়েছে। ইডি চার্জশিটে বলেছে, এর ২৫ – ৪০ শতাংশ কাটমানি যেত। মানে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হত। আটার কুইন্ট্যাল ১৩০০ টাকা। তাহলে কত হাজার কোটি টাকার দুর্নীতি এই ১০ বছরে হয়েছে। এই দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকেও বিরাট। জেলায় জেলায় বেশ কিছু চালকল মালিক আছে যারা এর সাথে যুক্ত। জ্যোতিপ্রিয়বাবুর একজন লোক শিলিগুড়িতে থাকে। তার বাড়ি বারাসতে। সে উত্তরবঙ্গের মাল তুলে এখানে পাঠাত। এই টাকায় মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বেড়েছে’।

রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান। তার পর খোঁজ পাওয়া গিয়েছে তাঁর বিপুল সম্পত্তির।