Artificial Intelligence in Cancer Treatment: ক্যানসার প্রতিরোধে AI? যুগান্তকারী পথে চিকিৎসবাবিজ্ঞান

মানুষের শরীরে প্রায় নয় হাজার জেনেটিক মিউটেশন হয়৷ এই মিউটেশনগুলির বেশিরভাগই শরীরের জন্য ক্ষতিকর নয়৷

কিন্তু ভবিষ্যতে এর থেকে বিপজ্জনক কোনও রোগ হতে পারে কিনা, তার ধারণা দিতে কি পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই?

মানুষের শরীরের বেশিরভাগ জেনেটিক মিউটেশন বা জিনগত রূপান্তর আসে পূর্বপুরুষদের থেকে৷ কিন্তু ৬৪টি রূপান্তর ঘটে আমাদের জীবদ্দশাতেই৷ এর মধ্যে কিছু আমরা পরের প্রজন্মকেও দিয়ে থাকি৷

এর মধ্যে বেশিরভাগ রূপান্তরের কোনও প্রভাব আমাদের স্বাস্থ্যে না পড়লেও কিছু-কিছু রূপান্তর শরীরে প্রোটিনের কার্যকারিতা কমাতে পারে, যা থেকে ক্যানসার, ডায়বেটিস সহ হৃদরোগ দেখা যেতে পারে৷

বিজ্ঞানীরা এখন জিনগত পরীক্ষার মাধ্যমে কিছু বিশেষ রোগের সম্ভাবনা নিশ্চিত করতে পারেন৷ এই কাজে মূল সাহায্য করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যালগরিদম৷

হয়তো আন্ড্রেয়া ডাওনিং এর জীবনও এই প্রযুক্তিই বাঁচিয়েছে৷ বয়স ২০-র কোঠায় থাকার সময়েই ডাওনিং এর শরীরে বিআরসিএ১ নামের মিউটেশন পাওয়া যায়৷ বিআরসিএ১ ও বিআরসিএ২ শরীরে ক্যানসারের সম্ভাবনা বাড়ায়, বিশেষ করে নারীদের মধ্যে রূপান্তরিত জিনে স্তন ক্যানসার বা ডিম্বাশয়ের ক্যানসার দেখা যায়৷

ডয়চে ভেলেকে ডাওনিং বলেন, ‘আমার পরিবারে নারীদের মধ্যে ক্যানসারের ধারা রয়েছে৷ আমি যখন খুব ছোট, তখন আমার মায়ের শরীরে ক্যানসার পাওয়া যায়, যা আমার শৈশবকে প্রভাবিত করেছিল৷’

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে স্তন বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, যার পোশাকি নাম ম্যাসেকটমি৷ তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সিদ্ধান্তগুলিই আমার জীবন বদলেছে৷ আমি জানতে চাই না এমনটা না করলে আমার জীবন কেমন হত৷’

এআইয়ের যা ভূমিকা

ডাওনিং এর অভিজ্ঞতা চিকিৎসার জগতে প্রেডিকটিভ মেডিসিন বা ভবিষ্যতমুখী চিকিৎসার অংশ, যার কেন্দ্রে রয়েছে এআই৷ এআই ব্যবহার করে ডিএনএ সিক্যুয়েন্স, মিউটেশনের প্রাণকেন্দ্র খোঁজা যায়, যাতে করে কোন মিউটেশনের কারণে শরীরে কোন রোগের ঝুঁকি রয়েছে, তা বোঝা যায়৷

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় জিন বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস্টোফার মেসন এই গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন৷ তার মতে, এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের দুনিয়া আগাগোড়া বদলে দেবে ৷

তিনি বলেন, ‘ক্যানসারের চিকিৎসা এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ৷ এই প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখতে পারি কোন ধরনের ক্যানসারকে সবচেয়ে ভালো ঠেকানো যায়৷ কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে আমরা ডিএনএ সিক্যুয়েন্স পেয়ে যাব, যা দিয়ে সঠিক চিকিৎসা পন্থা নির্ধারণ করা যাবে৷’

কিন্তু মেসন এও বলেন যে চিকিৎসা দুনিয়া থেকে চিকিৎসকেরা চলে যাবেন, এমনটা নয়, কিন্তু কো-পাইলটের মতো সাহায্য করতে অবশ্যই প্রয়োজন পড়বে এআই, যা ডাক্তারদের ওপর চাপও কমাবে৷

এতটা সরল নয় বাস্তবায়ন

আগের চেয়ে এখন চল বেড়েছে ‘২৩অ্যান্ডমি’ বা ‘অ্যান্সেস্ট্রি’-র মতো ওয়েবসাইটের মাধ্যমে মানুষ নিজেদের পুর্বপুরুষদের খোঁজ করে৷ এতে করে জানা যায় যে কোন ধরনের রোগের চল রয়েছে আপনার পরিবারে, কিন্তু সব ক্ষেত্রে তা লাভজনক নাও হতে পারে৷

ডাওনিং জানান যে স্তন ক্যানসারের ঝুঁকি থাকায় তিনি ম্যাসেকটমির মতো বড় সিদ্ধান্ত নিতে পেরেছেন৷ কিন্তু অন্যান্য রোগ, যেমন হৃদরোগ বা আলঝাইমার্স বা স্কিৎজোফ্রেনিয়ার ক্ষেত্রে এমন সমাধান সম্ভব নয়৷

চিকিৎসাবিজ্ঞানের নানা দিক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে এই গবেষণা থেকে উঠছে তথ্য নিরাপত্তাজনিত নানা সমালোচনা৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)