Earth Quake: ভোর রাতে বীরভূমে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৩.৭

মঙ্গলবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল বীরভূমের বিস্তীর্ণ এলাকা। এদিন ভোর ৩টে ২২ মিনিটে বীরভূম জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের দুমকা জেলার বাঁশকিয়ায়।

মঙ্গলবার ভোরে বীরভূম ও লাগোয়া ছোট নাগপুরের মালভূমিতে মৃদু ভূমিকম্প হয়। রাতের বেলায় ভূমিকম্প হওয়ায় তেমন কেউ টের পায়নি। কম্পনের তীব্রতা ছিল ৩.৭। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে।

ছোটনাগপুরের মালভূমিতে ভূমিকম্প খুব নিয়মিত ঘটনা নয়। এই এলাকা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্তও নয়। তার পরেও হঠাৎ কম্পনে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় রয়েছে বহু আদিবাসী গ্রাম। যেখানে এখনো অনেক মানুষ মাটির বাড়িতে বসবাস করেন। সেই সব বাড়িতে এখনও বড় কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ছাড়াও তরাই ডুয়ার্স ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত। তবে ছোটনাগপুরের মালভূমিতে তেমন কোনও ঝুঁকির কথা উল্লেখ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প যে কোনও জায়গায় যে কোনও সময় হওয়া সম্ভব। তার কারণ খুঁজে বার করাও সম্ভব নয়। তবে ৩.৭ মাত্রার ভূমিকম্প একেবারে দুর্বল নয়। দিনের বেলা হলে অনেকেরই কম্পন অনুভূত হত।