Jyotipriya Mullick: খাচ্ছেন, তবে উগরাচ্ছেন না, ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়র প্রথম দিন কেমন কাটল?

ইডি হেফাজতে প্রথম দিনে বাড়ির খাবার খেয়ে সুস্থই রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তদন্তে সহযোগিতা করছেন না তিনি। এদিন সকালে জ্যোতিপ্রিয়কে একবারই জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। জ্যোতিপ্রিয়র পেট থেকে তথ্য বার করতে ইডি এবার কোন কৌশল প্রয়োগ করে সেটাই দেখার।

সোমবার রাত ১০টা নাগাদ হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। সেখানে তাঁর মাটিতে শোয়ার ব্যবস্থা হয়। আলাদা ঘরে গদির ওপর করে করে দেওয়া হয় বিছানা। তবে সারা রাত জ্যোতিপ্রিয় ঘুমাননি বলে সূত্রের খবর। ঘরে ভিতরেই পায়চারি করছিলেন। ভোরের দিকে একটু ঘুমান তিনি। উঠে পড়েন সকাল ৮টায়।

সকালে মন্ত্রীকে দেওয়া হয় চায়ের লিকার ও পাঁউরুটি। তার পর পথ্য। এর পর একে একে ইডি দফতরে পৌঁছন আধিকারিকরা। শুরু হয় জেরা।

সূত্রের খবর, এদিন বাকিবুর ইসলম, অমিত দে ও অভিজিৎ দাসের দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু অধিকাংশ প্রশ্নের জবাবই তিনি এড়িয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। এসব করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়। বাড়ি থেকে আসে খাবার। সেখান থেকে ডাল দিয়ে অল্প ভাত, ২টো রুটি আর একটু পাঁচমিশালি তরকারি খান জ্যোতিপ্রিয়।

রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয়কে গ্রেফতারির পর ইডি আদালতে জানিয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না মন্ত্রী। সেজন্যই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। এবার দেখার বালুর পেট থেকে কথা বার করতে কোন অস্ত্র প্রয়োগ করেন ইডির দুঁদে গোয়েন্দারা।