Vinicius Jr | Real Madrid: কত বছর ব্রাজিল রত্ন থাকবেন ক্লাবে? জানিয়ে দিল রিয়াল মাদ্রিদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াল মাদ্রিদের (Real Madrid) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) আর কোনও পরিচয়ের দরকার নেই। বিগত কয়েক মরসুম অসাধারণ পারফরম্য়ান্সে, স্যান্টিয়াগো বার্নাব্যুর হৃদয় জয় করে নিয়েছেন ফ্লামেঙ্গো থেকে এসে। রিয়াল ভিনির সঙ্গে নতুন করে চুক্তি নবীকরণ করল। লস ব্ল্যাংকোস জানিয়ে দিল যে, ২০২৭ পর্যন্ত দলের প্রাণভোমরা থাকছেন মাদ্রিদেই। ২০১৭ সালে রেকর্ড অর্থে ক্লাবে এসেছিলেন ভিনি। দেখতে দেখতে ইউরোপের অন্য়তম সেরা ফুটবল ক্লাবে ছ’টি বছর কাটিয়ে ফেললেন তিনি। 

আরও পড়ুন: IND vs SA | World Cup 2023: ২৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল ১১ হাজারে! বাকিটা বুঝে নিল কলকাতা পুলিস

ফ্লামেঙ্গো থেকে রিয়ালে আসার পর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি ভিনিকে। শেষ ছয় বছরে ন’টি খেতাব জিতেছেন ভিনি। চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ছুঁয়ে ফেলেছেন নেইমারের জাতীয় দলের সতীর্থ। ২০২১-২২ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মরসুমের সেরা দলেও জায়গা করে নিয়েছিলেন ভিনি। ভিনি প্য়ারিসে অনুষ্ঠিত ব্য়ালন ডি’ওর অনুষ্ঠানে জিতেছেন সক্রেটিস পুরস্কারও। রিয়ালের হার্টথ্রব হয়ে ওঠার জন্য় ভিনিকেই চলতি বছর দেওয়া হয়েছে ঐতিহাসিক সাত নম্বর জার্সি। ভিনি শুরুতে পরতেন ২০ নম্বর জার্সি। 

ভিনির গায়ের রং কালো! ঠিক এই কারণেই এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে বারবার কুকথা শুনতে হয়েছে মাঠে। সাম্প্রতিক ইতিহাসে তাঁর চেয়ে বেশি কেউ বর্ণবিদ্বেষের শিকার হননি। গ্যালারি থেকে ভিনিকে বারবার করা হয়েছে বিদ্রুপ। রিয়ালের নক্ষত্র উইঙ্গার, বারবার এই আক্রমণে ভেঙে পড়েছেন। মাঠেই অঝোরে কেঁদেছেন ভিনি। তবে ফুটবলে আর কোনও ভাবেই বর্ণবিদ্বেষকে জায়গা দেবে না ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিশেষ বর্ণবাদ বিরোধী কমিটি তৈরি করেছে। ফিফা অ্যান্টি-রেসিজম কমিটির কাজই এখন মাঠের মধ্যে কোনও প্রকার বর্ণবিদ্ধেষের আচরণ ঘটলে, অন্য়ায়কারীকে কঠোর শাস্তি দেওয়া। আর ফিফার এই বিশেষ কমিটির নেতৃত্বে ভিনিই।

আরও পডুন: Shubman Gill | World Cup 2023: সচিন আইডল, ফেভারিট বিরাট, কেন ৭৭ নম্বর জার্সি পরেন ‘প্রিন্স’?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)