Singur Tata Project: মমতা নন, রাজ্য থেকে টাটা বিদায়ের জন্য দায়ী সিপিএম, দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের

সিঙুর থেকে টাটাকে তাড়িয়েছিল সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাশে দাঁড়ালেন সিঙুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আরবিট্রাল ট্রাইব্যুনালের ক্ষতিপূরণের নির্দেশের পর এমনই মন্তব্য করলেন সিঙুরের মাস্টারমশাই। তিনি বলেন, রাজভবনে হওয়া চুক্তি সিপিএম মেনে নিলে সিঙুর থেকে টাটাদের যেতে হত না।

এদিন সংবাদমাধ্যমকে রবীন্দ্রনাথবাবু বলেন, ‘টাটা চলে যাওয়ায় শুধু পশ্চিমবঙ্গের ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে গোটা রাজ্যের। টাটা চলে যাওয়ায় তার পর থেকে রাজ্যে আর কোনও বড় শিল্প আসেনি। টাটার বিদায়ের জন্য আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খেসারত দিতে হলেও আসলে দায় তাঁর নয়। টাটা বিদায়ের জন্য দায়ী সিপিএম।’

তিনি বলেন, ‘রাজভবনে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর উপস্থিতিতে যে চুক্তি হয়েছিল তা সিপিএম মানেনি। ওই চুক্তি সিপিএমের পলিটব্যুরো খারিজ করে দিয়েছিল। চুক্তি অনুসারে ৭০০ একরের কিছু কম জমিতে কারখানা হতে পারত। বাকি জমি অনিচ্ছুক কৃষকদের ফিরিয়ে দেওয়ার কথা ছিল। সিপিএমের পলিটব্যুরো চুক্তি খারিজ করে দেওয়ায় সমস্যা সমাধানের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। তার ফলে টাটা রাজ্য ছাড়তে বাধ্য হয়। কিন্তু সিপিএমের কৃতকর্মের দায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে চাপানো হচ্ছে।’

সোমবার এক রায়ে টাটা মোটরসকে সিঙুর থেকে সরে যেতে বাধ্য হওয়ায় WBIDCকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে আরবিট্রাল ট্রাইব্যুনাল। তার সঙ্গে ৭ বছর করে ১১ শতাংশ করে সুদ দিতে হবে। সঙ্গে মামলা লড়ার খরচ হিসাবে তাদের দিতে হবে ১ কোটি টাকা। সুদে আসলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৪০০ কোটি টাকা। ট্রাইব্যুনালের এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে চলেছে WBIDC.