Sports Highlights: বাংলাদেশের হার, শাহিনের রেকর্ড, বিশ্বকাপের টিকিটের কালোবাজারি, দিনের সেরা খেলার খবরের এক ঝলক

<p><strong>কলকাতা:</strong> ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) চার ম্যাচ পরে পাকিস্তানের জয়। বাংলাদেশকে হারিয়ে দিল বাবর আজমের দল। ইডেনে রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি। আগামীকাল <a title="আইএসএল" href="https://bengali.abplive.com/topic/isl" data-type="interlinkingkeywords">আইএসএল</a>ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে মোহন বাগান। দেখে নিন দিনের খেলার সেরা খবরগুলো -</p>
<p><strong>পাকিস্তানের টাইগার বধ</strong></p>
<p>পাক পেস বোলিংয়ের গোলাগুলির সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ ব্যাটিং। ২৯ বল বাকি থাকতে, ৪৫.১ ওভারে, মাত্র ২০৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ২১.১ ওভারে ১২৮ রান যোগ করেন। আবদুল্লা শফিক ৬৮ ও ফখর জামান ৮১ রান করেন। বাবর আজ়ম রান পাননি। তবে তাতে পাক দাপট কমেনি।</p>
<p><strong>রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি</strong></p>
<p>বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন শাহিন আফ্রিদি। টাইগারদের বিরুদ্ধে এদিন ৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তারকা বাঁহাতি পেসার। আর তার সঙ্গে সঙ্গেই পেসারদের মধ্যে ওয়ান ডে ফর্ম্যাটে দ্রুততম ১০০ উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন শাহিন। এদিন তিনি তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহর উইকেট তুলে নেন। কেরিয়ারে মাত্র ৫১টি ওয়ান ডে ম্যাচ খেলেই এই নজির গড়লেন শাহিন। তিনি এখনও পর্যন্ত চলতি ম্যাচে ৩ উইকেট নিয়ে মোট ১০২ উইকেটের মালিক। ২২.৭৮ গড়ে বোলিং করেছেন আফ্রিদি। সেরা স্পেল ৩৫/৬।</p>
<p><strong>সচিনের মূর্তি উন্মোচন</strong></p>
<p>ক্রিকেটের মাস্টার ব্লাস্টার তিনি। বিশ্ব ক্রিকেটের ভগবান হিসেবে গন্য করা হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একশো সেঞ্চুরির মালিক। সেই সচিন তেন্ডুলকরের&nbsp; (Sachin Tendulkar) মূর্তি এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে । মুম্বইয়ে এই মাঠেই ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সচিনের। প্রিয় ওয়াংখেড়েতেই বসেছে তাঁর আদলে মূর্তি। সেই মূর্তির উন্মােচন হবে আগামীকাল। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।</p>
<p><strong>ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি</strong></p>
<p>ডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। অনলাইনে ম্যাচের টিকিট নিঃশেষ। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটা টিকিট পেতে হা পিত্যেশ করে বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।&nbsp;আর সেই ম্যাচের টিকিট নিয়ে এবার শুরু হল কালোবাজারি। পুলিশের জালে মঙ্গলবার ধরা পড়ল একজন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ধৃত ওই ব্যাক্তির নাম অঙ্কিত আগরওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২৫০০ টাকা মূল্যের টিকিট ১১ হাজার টাকা করে বিক্রি করছিল। কলকাতা পুলিশ ধৃত অঙ্কিতের কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছে।&nbsp;</p>