Bangladesh News: ‘আমি বাইডেনের উপদেষ্টা,’ বিএনপির অফিসে দাবি যুবকের, ধরে নিয়ে গেল ঢাকা পুলিশ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে নিজেকে দাবি করেছিলেন এক ব্যক্তি। এবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হল বাংলাদেশের ঢাকা থেকে। তিনি মিথ্য়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। 

ওই ব্যক্তির নাম মিঁয়া জহিদুল ইসলাম ওরফে আরেফি। পল্টন থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঢাকা আদালত সোমবার তাকে জেলে পাঠিয়েছে। খবর ঢাকা ট্রিবিউন ও সংবাদ সংস্থা এএনআই সূত্রে। 

সাব ইনসপেক্টর  সাজানুর রহমান ওই অভিযুক্তকে আদালতে পেশ করেছিলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলে রাখার ব্যাপারে আবেদন করা হয়েছিল পুলিশের তরফে। এরপর তাকে জেলে পাঠানো হয়। 

কিন্তু কীভাবে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ? 

আসলে গোপালগঞ্জের বাসিন্দা মহিমুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি রবিবার রাতে পল্টন থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন সার্ভিসের আধিকারিকররা জহিদুলকে আটক করে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই ব্যক্তি ওয়াশিংটনে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কাতার এয়ারওয়েজের বিমান ধরে দোহা হয়ে সে আমেরিকায় চলে যেত। তবে তার আগেই তাকে আটক করা হয়। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তাকে তুলে দেওয়া হয়। 

 ওই ব্যক্তি বিএনপির সদর দফতর থেকে মিডিয়ার সঙ্গে কথাও বলেছে বলে খবর। তবে ঢাকাতে থাকা মার্কিন দূতাবাস শনিবার রাতে জানায়, দূতাবাস এনিয়ে নড়েচড়ে বসেছে এই ধরনের খবর ভিত্তিহীন। এরপর দূতাবাসের মুখপাত্র জানিয়ে দেন, ওই ব্যক্তি একেবারে ব্যক্তিগত জায়গায় অবস্থান করছেন। তিনি মার্কিন সরকারের পক্ষের কেউ নন। 

এদিকে শনিবার আরেফি বিএনপির কেন্দ্রীয় অফিসেও গিয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসাবে তুলে ধরেন। 

সূত্রের খবর, তিনি আসলে বাংলাদেশি নাগরিক। তিনি আমেরিকার মেরিল্যান্ডে থাকেন। সিরাজগঞ্জে তিনি বড় হয়েছেন। মাঝেমধ্যেই তিনি বাংলাদেশে আসেন। এদিকে বাংলাদেশে সংঘর্ষের ঘটনার পরেই তিনি বিএনপি অফিসে এসে দাবি করেন, বাংলাদেশে বিরোধীদের পাশে রয়েছে বাইডেন, এবার নেতৃত্বের পরিবর্তন করা দরকার।