Concussed Maxwell To Miss England Game Following Freak Fall Get To Know

মুম্বই: ব্যাট হাতে চলতি বিশ্বকাপেই রেকর্ড গড়েছেন। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক তিনিই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে নামার আগে মাথায় চোট পেয়ে অজি শিবিরে চিন্তা বাড়ালেন গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। অজি মিডিয়া সূত্রে খবর, গল্ফ কার্টের থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল। কনকাশন হয় তাঁর। সেই কারণেই ৪ নভেম্বরের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia vs England) ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, ”গল্ফ কার্টের পিছনে বসেছিল ম্যাক্সওয়েল। সেখান থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল।” বিশ্বকাপের আগে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ম্য়াক্সওয়েল।

কিছুদিন আগেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরান হাঁকিয়েছিলেন। টেক্কা দিয়েছিলেন চলতি বিশ্বকাপেই ৪৯ বলে সেঞ্চুরি করা এইডেন মারক্রামকে। টুর্নামেন্টের সবচেয়ে লম্বা ছক্কাটাও হাঁকিয়েছিলেন ম্যাক্সওয়েলই। তাঁর ব্যাট থেকে এসেছিল ১০৪ মিটার দূরত্বের ছক্কা। তবে চলতি বিশ্বকাপেই আয়োজকদের আলোর রোশনাই খেলার মাঝে দেখানোর পরিকল্পনার সমালোচনা করেছিলেন।

গোটা স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরই শুরু হচ্ছে আলোর রোশনাই। অন্ধকার আকাশের বুক চিরে রঙিন আলোর খেলা। ওয়ান ডে বিশ্বকাপে প্রায় সব মাঠেই পরিচিত দৃশ্য। ম্যাচের মাঝে দর্শক বিনোদনের জন্য লেজ়ার শোয়ের বন্দোবস্ত করছে আয়োজক সংস্থা।

 

তবে রঙিন আলোর প্রদর্শনীতে চটেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের (Aus vs NED) বিরুদ্ধে যিনি ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন। তবে লেজ়ার শোয়ে মেজাজ হারিয়েছেন। বলেছেন, ‘নির্বোধ পরিকল্পনা। মাথা ধরে গেল একেবারে।’

 

ম্যাক্সওয়েল বলেছেন, ‘আলোর প্রদর্শনী ভয়ঙ্কর পরিকল্পনা। চোখ সইয়ে নিতে সময় লাগে। ক্রিকেটারদের কাছে এটা ভীষণ নির্বোধ পরিকল্পনা। সমর্থকদের জন্য নিশ্চয়ই ভীষণ মজার। তবে খেলোয়াড়দের কাছে ভয়ানক।’

 

ক্রিজে থাকাকালীন একবার হাত দিয়ে চোখ ঢাকতে দেখা গিয়েছিল ম্যাড ম্যাক্সকে। তা কি আলোর জন্য নাকি অসুস্থ বোধ করছিলেন? ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাক্সওয়েল বলেন, ‘এরকম আলোর প্রদর্শনী বিগ ব্যাশ লিগের সময় একবার পারথ স্টেডিয়ামে হয়েছিল। আমার প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল। চোখ সইয়ে নিতে সময় লেগেছিল বেশ।’

 

গত ২৮ তারিখ শেষ ম্য়াচ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর আগামী ৪ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে অজি বাহিনী।