Suvendu Adhikari: ফল ভালো হবে না, কোতুলপুরে সভার অনুমতি না পেয়ে SPকে হুঁশিয়ারি শুভেন্দুর

বাঁকুড়ার কোতুলপুরে বিজয়া সম্মিলনী করতে গিয়েও আদালতের অনুমতি না মেলায় মঞ্চে উঠতে না পেরে পুলিশ সুপারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, যা করেছেন তার ফল ভুগতে হবে।

এদিন আদালতের রায় নিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘যা করছে ভালো। বৈভব তিওয়ারি বৈভব দেখাচ্ছে। আমি ১৭ তারিখে সুদে আসলে তুলব। আমি আদালতকে সম্মান করি। আমি মাঠে যাইনি। আমি কর্মীদের সঙ্গে দেখা করলাম। যা করেছে তার ফল ভুগতে হবে। ৫ হাজার কর্মীকে নিয়ে একটা বিজয়া সম্মিলনীতে যা প্রচার পেতাম বৈভবের বৈভব দেখানোর ফলে তার থেকে হাজার গুণ বেশি পেলাম। ৯ তারিখে বিষ্ণুপুরে আসব, কর্মীদের সঙ্গে বিজয়া করব। আর ১৭ তারিখে কোতুলপুর বাজারে হাঁটব। বৈভব তিওয়ারির কোনও ক্ষমতা থাকলে আটকে দেখাক’।

পুলিশ কোতুলপুরে বিজেপির সভার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বুধবার এই মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, যে মাঠ সভা হওয়ার কথা সেখানে প্রবেশ ও বাহিরের একটাই পথ। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিজেপি ৩০ অক্টোবর সভা করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। এত দ্রুত পুলিশি ব্যবস্থা করা সম্ভব হয়নি। 

এর পরই সভার অনুমতি দিতে অস্বীকার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানিয়ে দেন ৪ নভেম্বরের আগে কোতুলপুরে সভা করতে পারবে না বিজেপি। তার পর তারা আবেদন করলে প্রশাসন অনুমতির ব্যাপারে বিবেচনা করবে।