Suvendu on Mamata: কালীঘাটের নালার পাশে লোকের জায়গা জবর দখল করে বড়লোক হইনি, মমতাকে জবাব শুভেন্দুর

নাম না করে তাঁর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বাঁকুড়ার কোতুলপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু আয়করে উল্লেখ রয়েছে। উল্লেখ রয়েছে নির্বাচনী হলফনামাতেও।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মিথ্যাবাদী, লায়ার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন। আপনার ভাইপো, আপনার পরিবারের আয়করে কিচ্ছু দেখানো নেই। আমার সব দেখানো আছে। পেট্রল পাম্প সব বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রল পাম্প। আয়কর রিটার্ন দেখে নেবেন, ২১ সালে শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইনকাম ট্যাক্স দেওয়া। আপনার মতো কালীঘাটের নালার পাশে লোকের জায়গা জবর দখল করে বড়লোক হইনি’।

এর আগে নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি শুনেছি কার ৭০ – ৮০টা ট্রলার আছে। পেট্রল পাম্প আছে। আমরা জানি না বিজেপির কোন নেতার কত সম্পত্তি আছে। সেগুলি কী করে হল?‌ এবার কাগজপত্র আমরাও বের করতে শুরু করব। তদন্ত আমরাও করতে পারি। এটা ভুলে যাবেন না। সহ্যেরও একটা সীমা–পরিসীমা আছে। কোনও কিছু লিমিটলেস হয়ে গেলে তখন বলতেই হয়। ইনভেস্টিগেশন আমরাও করব। তখন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়বে। কোনও তথ্যপ্রমাণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে।’