Lock gate broken: ভাঙল দুর্গাপুরে ফিডার ক্যানেলের লক গেট, চাষের জল পাওয়া নিয়ে আশঙ্কা চাষিদের

সাত সকালে বিপত্তি। জলের চাপে ভেঙে গেল দুর্গাপুর ব্যারেজের বর্ধমান ফিডার ক্যানেলের লক গেটের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তা দেখতে এদিন সেখানে ভিড় করেন প্রচুর স্থানীয় মানুষজন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিভিসির ইঞ্জিনিয়াররা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ওই গেটটি ভেঙে গিয়েছে। দ্রুত গেটটি পাল্টানো হবে বলে ডিভিসির তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল, প্লাবনের আশঙ্কা

জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজের দামোদরের বর্ধমান সেচ খালে মোট ৬টি লক গেট রয়েছে। তার মধ্যে ৫ নম্বর লক গেট জলের চাপে বেঁকে গিয়েছিল। আজ সকালে সেটি ভেঙে যায়। স্থানীয়রা জানাচ্ছেন, ফিডার ক্যানেলে জল ছাড়া হয়েছিল। সেই কারণে চাপে ওই লক গেট বেঁকে যায়। তবে জলের চাপ থাকার কারণে ওই গেটের পাশাপাশি অবস্থিত দুটি গেট খুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ করা হয়নি গেটগুলির। সেই কারণে এই বিপত্তি ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, আগে তিনি শুনেছিলেন গেটটা বেঁকে গিয়েছে। আর সকালে জানতে পারেন ভেঙে গিয়েছে। তিনি মনে করেন, এর জন্য ডিভিসি কর্তৃপক্ষের নিয়মিত গেটগুলি রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন ছিল। মেরামত করার প্রয়োজন থাকলে তাও করতে হতো। তাহলে এরকম সমস্যা হতো না। আর এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, এই লক গেটগুলি দু বছর ধরে মেরামত করা হয়নি বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। গত বছর বর্ষার সময় এগুলি বন্ধ ছিল। এ বছরও বন্ধ ছিল। লক গেট ভেঙে যাওয়ার ফলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মূলত এলাকায় চাষের জন্য এই গেটের মাধ্যমে জল নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু, দ্রুত গেট মেরামত না করা গেলে সেক্ষেত্রে চাষের জল পেতে অসুবিধা হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। 

এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন ডিভিসির ইঞ্জিনিয়াররা। এক ইঞ্জিনিয়ার জানান, গেটগুলির মূল ভিত হল গার্ডার ।দীর্ঘদিন ধরে ক্ষয় হওয়ার কারণে বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি বেঁকে গিয়েছে। দ্রুত সেখানে নতুন গেট বসানো হবে। তবে এর এর ফলে দুর্গাপুরবাসীকে কোনও সমস্যায় পড়তে হবে না বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি অবস্থিত আরও দুটি গেট খুলে দেওয়া প্রসঙ্গে ইঞ্জিনিয়ার জানান, জলের চাপ কমানোর জন্য সেগুলি খুলে দেওয়া হয়েছে। তিনি জানান, ওই গেটটি ৬ ডিগ্রি বেঁকে গিয়েছে। গেটটি আগে থেকেই কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল। সেক্ষেত্রে টেন্ডার ডাকার পর নতুন গেট বসানো হবে বলে তিনি জানান।